রানাঘাট পুলিশ জেলার নির্দেশে, পথ দুর্ঘটনা থেকে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল শান্তিপুর থানার পুলিশ। শান্তিপুর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলিতে শান্তিপুরের নাট্য দল উড়ানের নাট্য কর্মীদের নিয়ে পথনাটিকার মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা প্রচার অভিযান শান্তিপুর থানার পুলিশের (Nadia News)। শান্তিপুর ডাকঘর মোর, বাইগাছি মোর, স্টেশন সংলগ্ন গোলপার্ক মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিটি পালন করা হয়। উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ, সার্কেল ইন্সপেক্টর গৌরীপ্রসন্ন বন্ধু। এছাড়াও উপস্থিস্ত ছিলেন শান্তিপুর থানার একাধিক কর্মরত পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার।
advertisement
উল্লেখ্য, ক্রমশ বাড়ছে পথদুর্ঘটনা। আহত হচ্ছে একাধিক ব্যক্তি, সচেতনতা নেই মানুষের মধ্যে। এবার মানুষকে আরও বেশি করে সচেতন করতে রানাঘাট পুলিশ জেলার নির্দেশ অনুযায়ী শান্তিপুর থানার উদ্যোগে এই সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা প্রচার অভিযান পথনাটিকার মাধ্যমে। তবে পথ দুর্ঘটনা রুখতে প্রশাসন তৎপর হলেও, সাধারণ মানুষের মধ্যে এখনও ফেরেনি সচেতনতা। মানুষ নিজে থেকে সচেতন না হলে, পথদুর্ঘটনা এড়ানো সম্ভব কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে (Nadia News)।
Mainak Debnath