আর দিন দুয়েক পরেই জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যে পাড়ার অলিগলি থেকে শুরু করে সমস্ত বারোয়ারি পুজো কমিটি গুলির প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতিমা গড়ার কাজও মৃৎশিল্পীদের প্রায় শেষের পথে। বিভিন্ন ঐতিহ্যময় জাগ্রত পুজো তো আছেই তার সাথে রয়েছে বিভিন্ন বারোয়ারির একাধিক থিমের প্যান্ডেল।
ঠিক তেমনই কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারির এবারের থিম পট শিল্প। বিলুপ্ত হয়ে যাওয়া এই পটচিত্র দিয়েই প্যান্ডেল তৈরি হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারির। মাটির সরার ওপরে বিভিন্ন রকম কারুকার্য করে রং তুলি দিয়ে আঁকা হয় বিভিন্ন দেবদেবীর মূর্তি। এবং সেই পটচিত্র দিয়েই সাজানো হয়েছে ষষ্ঠীতলা বাড়ির এবারের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। শুধু তাই নয়, পটচিত্র ছাড়াও আগেকার তালপাতা দিয়ে তৈরি হাতপাখাও ব্যবহার করা হয়েছে প্যান্ডেলে। বর্তমান মুঠোফোনের জগতে বিলুপ্ত হয়ে যাওয়া এই জিনিসগুলিকে তরুণ প্রজন্মের কাছে আরো একবার তুলে ধরার চেষ্টা করছে ষষ্ঠীতলা বারোয়ারি পূজা কমিটি।
advertisement
পুজো কমিটির সদস্য দীপক বিশ্বাস জানান, বিলুপ্ত হয়ে যেতে বসেছে পট চালচিত্র। নতুন প্রজন্ম এই শিল্প কার্যের সঙ্গে অবগত নয়। নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্যই তাদের এই উদ্যোগ। এবং জনসাধারণের মধ্যে পটশিল্পকে তুলে ধরাই তাদের একমাত্র লক্ষ্য।
মৈনাক দেবনাথ