TRENDING:

জেলায় শিকার উৎসব আটকাতে, বদ্ধপরিকর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ

Last Updated:

পশু শিকারিদের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষা করতে সারা বছরই তৎপর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: প্রতিবছর, শিকার উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য থেকে হাওড়ায় আসেন হাজার হাজার পশু শিকারি। তাদের সঙ্গে থাকে তীর ধনুক, বল্লমের মতো ধারালো অস্ত্র গুলি। উদ্দেশ্য একটাই, হাওড়ার গ্রামীণ অঞ্চল থেকে ভাম, বন বেড়াল, পাখি, সাপ, গোসাপ, বেজি প্রভৃতির মতো বন্যপ্রাণীদের মেরে, তাদের শিকার করে নিয়ে যাওয়া। আর এইসব পশু শিকারিদের হাত থেকে বন্যপ্রাণীদের রক্ষা করতে সারা বছরই তৎপর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা।
advertisement

পরিবেশমঞ্চের সম্পাদক শুভ্রদ্বীপ ঘোষের কথায়, কয়েক বছর আগেও বছরের কেবলমাত্র দু তিনটি দিনেই হাওড়ায় দল বেঁধে আসতো শিকারিরা। চাঁদের গতিপথ দেখে ঠিক করতো শিকার উৎসবের দিনক্ষণ। যাতায়াতের পথ হিসেবে তারা বেছে নিতো রেলপথকে। শিকারিদের ছোটো দলগুলোতে ৪০ থেকে ৫০ জন, বড়ো দলগুলিতে ৩০০ থেকে ৪০০ জন পর্যন্ত শিকারিরা থাকতো।

কিন্তু চলতি সময়ে শিকার উৎসব ছাড়াই যে কোনো কারণেই তারা হানা দিচ্ছে জেলার গ্রামীণ এলাকাগুলোতে। শুভ্রদ্বীপের ধারণা, মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই যোগাযোগ করে সব শিকারিরা একজোট হয়ে বেড়িয়ে পড়ছে শিকারে।

advertisement

এই বছর লকডাউনের জেরে রেলপথ বন্ধ। তাই সড়কপথে জেলায় শিকারিদের প্রবেশ আটকাতে, প্রতিবেশী জেলা সংলগ্ন এলাকাগুলিতে তীক্ষ্ণ নজর রেখেছে হাওড়া জেলা যৌথ পরিবেশমঞ্চের সদস্যরা।

মঙ্গলবার আদিবাসীদের এই রকমই একটি শিকার উৎসবের খবর থাকায়, হাওড়ার আমতা, বাগনান উলুবেড়িয়াসহ গ্রামীণ হাওড়ায় মাইকিং এর মাধ্যমে প্রচার চালালো হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা।

advertisement

পাশাপাশি শিকারি দেখলেই বনদপ্তরের বা, তাদের হেল্পলাইন নম্বরে ফোন করে বন্যপ্রাণ রক্ষায় সচেতন নাগরিক হওয়ার আর্জিও জানালেন তারা। মঞ্চের সহ-সম্পাদক সম্রাট মন্ডল জানালেন, " জেলার বন্যপ্রাণীদের রক্ষা করলে তবেই বেঁচে থাকবে হাওড়া জেলার বাস্তুতন্ত্র। আর এই কাজে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ বদ্ধপরিকর।"

বাংলা খবর/ খবর/Local News/
জেলায় শিকার উৎসব আটকাতে, বদ্ধপরিকর হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল