ওদলাবাড়ি নিকোডিমাস ট্রাষ্টের ইনচার্জ পাষ্টার আমন খান বলেন, 'করোনার জন্য রাজ্যজুড়ে বিধিনিষেধ চলছে। আর এতেই সমস্যায় পড়েছেন গরীব মানুষেরা। কারণ তাঁদের কাজকর্ম একদম বন্ধ। বাড়িতে ঠিকঠাক খাবার নেই। তাই নিকোডিমাস ট্রাষ্টের পক্ষ থেকে এদিন প্রায় ২০০ মানুষকে র্যাশন দেওয়া হয়েছে। র্যাশনে ছিল ১ বস্তা চাল, ডাল, তেল, সোয়াবিন, সাবান সহ বিভিন্ন জিনিস। যাতে এই র্যাশন দিয়ে কিছুদিন চলে এই মানুষগুলোর।'
advertisement
এদিন সর্বধর্মের মানুষদের এই র্যাশন দেওয়া হয় নিকোডিমাস ট্রাষ্টের তরফে। আগামিকাল মালবাজার, তুড়িবাড়িতে আরও ২০০ জন গরীব মানুষকে তাঁরা র্যাশন দেবেন। পাশাপাশি আগামি এক সপ্তাহের মধ্যে প্রায় ৫০০ জনকে র্যাশন দেবে নিকোডিমাস ট্রাষ্ট।
এত পরিমান র্যাশন পেয়ে দারুণ খুশি গরীব মানুষেরা। তাঁদের জানান, যে পরিমান রেশন পেয়েছেন, তাতে ২০-২৫ দিন চলে যাবে তাঁদের। এর জন্য নিকোডিমাস ট্রাষ্ট এবং অমন খানকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, গতবার করোনার সময়, এইভাবে গরীব মানুষদের র্যাশন দিয়েছিল এই নিকোডিমাস ট্রাষ্ট। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাষ্টার অমন খান, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য বাবু প্রধান, পাষ্টার সুশিল মাঝি, পাষ্টার স্টিফেন তিরকী সহ অন্যান্যরা।
এদিকে ধর্মের বেড়াজাল ভেঙে মানুষের পাশে মানুষের দাঁড়ানোকেই বড় বলে মনে করছে ওদলাবাড়ি নিকোডিমাস ট্রাষ্ট।