এদিন হাওড়ার কালিবাবুর বাজার মোহন বাগান ফ্যানস ক্লাবের (mohun bagan fans club) তৃতীয় বর্ষপূর্তি উদযাপন হয় । তাই শুধুমাত্র কেক কেটেই নয় , তার সাথে গরীব মানুষের মধ্যে রান্না করা খাবারও বিতরণ করে তারা । ক্লাবের এক সদস্য শানু পাল জানান , এর আগেও ২০১৮ সালের কেরালার বন্যায় ক্লাবের সদস্যরা মিলে টাকা তুলে সেই টাকা বন্যার ত্রাণ তহবিলে পাঠান তারা । শুধু তাই নয় , গত দু বছরে আশেপাশের বেশ কয়েকটি ফ্যানস ক্লাবও একইভাবে আমফান ও সাইক্লোন ইয়াসে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বলে জানান তিনি ।
advertisement
প্রসঙ্গত , প্রতি বছরই ১৬ ই আগস্ট তারিখটি ১৯৮০ সালে ডার্বি দেখতে গিয়ে নিহতদের স্মরণে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস হিসেবে । এই বছরেও সেই দিনটিতে বাগনান , দাস নগরের মোহন বাগান ফ্যানস ক্লাবগুলি আয়োজন করে ব্লাড ডোনেশনের (mohun bagan fans club)। বেশ কয়েক জায়গায় করোনা ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেয় তারা ।
সব মিলিয়ে বলতে গেলে , ফুটবলকে (football) ভালোবেসে গড়ে ওঠা ফ্যানস ক্লাবগুলি (mohun bagan fans club)শুধু মাত্র যে ফুটবলেই সীমাবদ্ধ নেই সে কথা কিন্তু বলাই যায় । আর এর পিছনে অন্যতম কারণ হল মোহন বাগানের প্রতি তাদের সমর্থকদের ভালোবাসা ।
শান্তনু চক্রবর্তী