TRENDING:

Mohun Bagan| mohun bagan fans club| শুধু ফুটবল নয় ! রক্তদান থেকে অসহায় মানুষের পাশে রয়েছে হাওড়ার মোহনবাগান ফ্যানস ক্লাবগুলি

Last Updated:

Mohun Bagan| mohun bagan fans club| ফুটবলের পাশাপাশি নানান সামাজিক কাজে এগিয়ে আসে হাওড়ার মোহনবাগান ফ্যানস ক্লাবগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া :  " মোহন বাগান " (Mohun Bagan) নামটার সঙ্গেই জড়িয়ে আছে কোটি কোটি বাঙালির ভালোবাসা ও ভাবাবেগ । মাতৃসম এই ক্লাবের নাম শুনলেই আবেগে আপ্লুত হয়ে পড়েন মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা । একসঙ্গে খেলা দেখতে যাওয়া ও একই পছন্দের দল হওয়াতে জেলাজুড়ে গত কয়েক বছরে গজিয়ে উঠেছে একাধিক মোহনবাগান ফ্যান্স ক্লাব । যদিও শুধু একসঙ্গে খেলা দেখাতেই থেমে নেই ফ্যানস ক্লাবগুলির (mohun bagan fans club) সদস্যরা । সারা বছর ব্লাড - ডোনেসন , গরীব ও দুঃস্থ মানুষের পাশে দঁড়ানোর জন্য নানাভাবে এগিয়ে আসে তারা ।
advertisement

এদিন হাওড়ার কালিবাবুর বাজার মোহন বাগান ফ্যানস ক্লাবের (mohun bagan fans club) তৃতীয় বর্ষপূর্তি উদযাপন হয় । তাই শুধুমাত্র কেক কেটেই নয় , তার সাথে গরীব মানুষের মধ্যে রান্না করা খাবারও বিতরণ করে তারা । ক্লাবের এক সদস্য শানু পাল জানান , এর আগেও ২০১৮ সালের কেরালার বন্যায় ক্লাবের সদস্যরা মিলে টাকা তুলে সেই টাকা বন্যার ত্রাণ তহবিলে পাঠান তারা । শুধু তাই নয় , গত দু বছরে আশেপাশের বেশ কয়েকটি ফ্যানস ক্লাবও একইভাবে আমফান ও সাইক্লোন ইয়াসে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বলে জানান তিনি ।

advertisement

প্রসঙ্গত , প্রতি বছরই ১৬ ই আগস্ট তারিখটি ১৯৮০ সালে ডার্বি দেখতে গিয়ে নিহতদের স্মরণে পালিত হয় ফুটবলপ্রেমী দিবস হিসেবে । এই বছরেও সেই দিনটিতে বাগনান , দাস নগরের মোহন বাগান ফ্যানস ক্লাবগুলি আয়োজন করে ব্লাড ডোনেশনের (mohun bagan fans club)। বেশ কয়েক জায়গায় করোনা ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দেয় তারা ।

advertisement

সব মিলিয়ে বলতে গেলে , ফুটবলকে (football) ভালোবেসে গড়ে ওঠা ফ্যানস ক্লাবগুলি (mohun bagan fans club)শুধু মাত্র যে ফুটবলেই সীমাবদ্ধ নেই সে কথা কিন্তু বলাই যায় । আর এর পিছনে অন্যতম কারণ হল মোহন বাগানের প্রতি তাদের সমর্থকদের ভালোবাসা ।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

শান্তনু চক্রবর্তী 

বাংলা খবর/ খবর/Local News/
Mohun Bagan| mohun bagan fans club| শুধু ফুটবল নয় ! রক্তদান থেকে অসহায় মানুষের পাশে রয়েছে হাওড়ার মোহনবাগান ফ্যানস ক্লাবগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল