বাগনানের স্বজন সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এদিনের(Sarat Chandra Chattopadhyay birth anniversary celebrated in Howrah) এই অনুষ্ঠান । কবিদের মহামিলনের পাশাপাশি এদিন , যে সমস্ত গুণীজন নানান কারণে প্রচারের আলোয় আসতে পারেননি তাদের সংবর্ধনা জ্ঞাপন , অঙ্কন প্রতিযোগিতা আয়োজন ও চারাগাছ বিতরণ - সহ নানান অনুষ্ঠান
আয়োজন করে ওই সংগঠনের সদস্যরা।
advertisement
১৫ টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা শিক্ষক রঞ্জিত দাস ও করোনা আবহে বাগনানে নিঃস্বার্থভাবে রোগীদের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান কারী গ্রামীণ চিকিৎসক মধুসূদন বাগকে সংবর্ধনা দেন স্বজনের সদস্যরা । জঙ্গলমহলে পিছিয়ে পড়া আদিবাসীদের মধ্যে আহার প্রদান ও তাদের মধ্যে শিক্ষার আলো প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন দেখার উজান গ্যাং এর সদস্যদেরও সম্মান জানানো হয় এদিনের অনুষ্ঠানে ।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Sarat Chandra Chattopadhyay birth anniversary celebrated in Howrah) বসতবাড়িতে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানের বিষয়ে স্বজন সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান , " কথা সাহিত্যিকের জন্ম দিবসে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ও সমাজে নানা ভাবে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করতে পেরে সত্যিই অসাধারণ লাগছে । এই পূর্ণ ভিটেতে কবি সন্মেলনের মাধ্যমে কবিদের , " অন্যায় অবিচার যেখানে , কবির কলম চলবে সেখানে " এই স্লোগানটিও আরও একবার মনে করিয়ে দেওয়া হল । "
Santanu Chakraborty