এই বিষয়ে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য জানান , " গ্রামীণ এলাকার উন্নয়ন মানে কেবলমাত্র ভালো রাস্তাঘাট ও ঝকঝকে আলোর মধ্যেই সীমাবদ্ধ থাকা নয়। করোনা পরিস্থিতিতে যে অভিজ্ঞতা হয়েছিলো সেই দিকে নজর রেখেই হাওড়া জেলা পরিষদ বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে।"
তিনমাস অন্তর আয়োজিত জেলা পরিষদের এই সভা থেকে অজয়বাবু আরও জানান , কয়েকমাস আগে থেকেই ব্লকে ব্লকে সেশপুল ভ্যান, শববাহী গাড়ি ইত্যাদি দেওয়ার কাজ শুরু হয়েছে। এছাড়াও, গ্রামীণ প্রাইমারি স্কুলগুলিতে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতায়ন শুরু করা হয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাও করা হয়েছে। পরবর্তী সময়ে, জেলা পরিষদের সমস্ত সাধারণ সভায় সাংবাদিকদের অবাধ প্রবেশ থাকবে, এবং সাংবাদিকরা সভায় আলোচিত অভাব, অভিযোগ, তর্ক - বিতর্ক সবকিছুই সংবাদমাধ্যমে সরাসরি কভার করতে পারবে, বলেই জানান তিনি।
advertisement
হাওড়া ময়দানের শরৎ সদনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় , বিধায়ক অরুনাভ সেন, সিতানাথ ঘোষ , প্রিয়া পাল - সহ ব্লক বিডিওরা।
Santanu Chakraborty