শুধু এটুকুতেই থেমে নেই । নতুন কেনা গিটারের ডিসপ্লেতেও ফুটে উঠছে " No Internet " এর মত মেসেজ । যেখানে ইন্টারনেট ব্যবস্থার মতো কোন সুবিধাই নেই ওই গিটারে । শুধুমাত্র ঘরেতেই নয় , আগুন লাগছে বিছানা খাট ও পড়ার বই - পত্রেও । পাশাপাশি একটি ঘরে আগুন লাগলে তা নেভানোর জন্য পরিবারের সদস্যরা সেই ঘরে ঢুকলে সঙ্গে সঙ্গেই ওই বাড়িরই অন্য একটি ঘরে লেগে যাচ্ছে আগুন । ফলে বেশ কয়েকদিন ধরে কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওই পরিবারের সদস্যরা ।
advertisement
পরিবারের গৃহকর্তা জানান , গত কয়েকদিন আগে তাদের পরিবারেরই চেনা পরিচিত এক মহিলা তার বাবাকে একটি ফোন উপহার দেন । আর তারপর থেকেই শুরু হয় এইসব ভয়ানক ভূতুড়ে কান্ড । আগুন লাগার মতই তিনি সবথেকে তাজ্জব হয়েছেন কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠা বোমব্লাস্ট এর মেসেজ দেখে । এই ঘটনার কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে না পেয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি । ঘটনায় উলুবেড়িয়া থানায় একাধিক জিডি করেছেন বলে জানান তিনি । যোগাযোগ করেছেন সাইবার থানাতেও । পাশাপাশি এর প্রমাণ হিসেবে কম্পিউটার স্ক্রিনের ডিসপ্লেতে ফুটে ওঠা মেসেজের বেশ কয়েকটি চিত্র তুলে দিয়েছেন পুলিশের হাতে । ইতিমধ্যেই আগুন নেভাতে এসে ওই বাড়ি ঘুরে দেখেছেন দমকল কর্মীরা । পুলিশ আধিকারিকরাও ঘটনাটি ক্যামেরাবন্দি করে আসল কারণ দেখার জন্য বাড়িতে বসিয়েছেন CCTV ক্যামেরা ।
যদিও এর কারণ হিসেবে উলুবেড়িয়ার প্রাচীন ছায়া গীতি সিনেমা হলের মালিকানা নিয়ে চলতে থাকা দীর্ঘদিনের একটি পারিবারিক ঝামেলার কথা উল্লেখ করেছেন গৃহকর্তা । যার জেরে ষড়যন্ত্রের হাত থাকলেও থাকতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা ।
Santanu Chakraborty