ইতিমধ্যেই , জেলা যৌথ পরিবেশ মঞ্চ অরন্য সপ্তাহকে সামনে রেখে সারা বর্ষাকাল জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন ও সামাজিক বনসৃজনের কর্মসূচি নিয়েছে । 'সবুজের অভিযান ' প্রকল্প এই নামের মাধ্যমেই জেলাজুড়ে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে । সেই কাজের আওতায় বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির প্রাক্তনী অ্যাসোসিয়েশন এর কাছে আবেদন করা হয় চারা গাছের জন্য।
advertisement
সেই ডাকে সাড়া দিয়ে এদিন সকালে কোভিড বিধি মেনে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে চারাগাছ বিতরণ কর্মসূচী রূপায়িত করা হয় । হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সাথী সংগঠন ' পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ( হাওড়া শাখা ) ' ও ' অনুভব ' নামক সংগঠন এই কাজে অংশ নেয় ।
সমগ্র কাজটি পরিবেশ মঞ্চের শহর হাওড়া ইউনিটের কো - অর্ডিনেটর তথা মঞ্চের সহঃ সম্পাদক সম্রাট মন্ডল নিজের তত্ত্বাবধানে সংঘটিত করেন । বেলুর মঠ শিক্ষণ মন্দিরের সম্পাদক ' স্বামী দিব্যানন্দ মহারাজ ' সম্রাট মন্ডলের হাতে প্রথম চারাগাছ তুলে দিয়ে কর্মসূচীর সূচনা করেন। তার পাশে ছিলেন মন্দিরের প্রিন্সিপাল স্বামী দিব্যগুণানন্দ মহারাজও । এরপরে বাকিদের হাতেও চারাগাছ তুলে দেওয়া হয়।
প্রাক্তনী এসোসিয়েশন এর পক্ষে ' ড. অজয় ঘোষ ' জানান , মোট ১০০০ টি চারা গাছ বিতরণ হবে ও বসানো হবে এই কর্মসূচীর আওতায় । হাওড়া জেলার নানা প্রান্তে পরিবেশ মঞ্চের তরফে অশোক , আম , জাম , কলা , দেবদারু , নিম , কৃষ্ণচূড়া প্রভৃতি দেশীয় গাছ বপন করা হবে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা নেওয়া হবে । পাশাপাশি এই মহৎ উদ্দেশ্য গ্রহনে সমস্ত প্রকার সাহায্যের জন্য পরিবেশ মঞ্চের তরফ থেকে ধন্যবাদও জানানো হয় বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে।
Santanu Chakraborty