TRENDING:

Howrah News: প্রাথমিক বিপর্যয় মোকাবিলায় ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়ার্কশপ

Last Updated:

প্রাথমিকভাবে বিপর্যয় মোকাবিলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ওয়ার্কশপ। সোসাইটি ফর ব্রাইট ফিউচার (SBF) এর পক্ষ থেকে আজ অর্থাৎ ১০ই সেপ্টেম্বর ২০২২ বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিমদিঘী সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে একদিনের একটা ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া : প্রাথমিকভাবে বিপর্যয় মোকাবিলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ওয়ার্কশপ। সোসাইটি ফর ব্রাইট ফিউচার (SBF) এর পক্ষ থেকে আজ অর্থাৎ ১০ই সেপ্টেম্বর ২০২২ বেলা ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিমদিঘী সোসাইটি আপলিফ্টমেন্ট সেন্টারে একদিনের একটা ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হল। ওয়ার্কশপ এ ফায়ার ফাইটিং ট্রেনিং এর জন্য উপস্থিত হন উলুবেড়িয়া ফায়ার ব্রিগেড এর অফিসার কুন্তল সামুই ও তার টিম।
advertisement

সিভিল ডিফেন্স এর ট্রেনিং দেন এস.বি.এফ এর ন্যাশনাল লেভেল ট্রেনিং প্রাপ্ত ভলেন্টিয়ার আলমগীর মোল্লা, শরীয়তুল্লাহ মীর, মাকসুদ মিদ্দে, সাজ্জাদ মির্জা এবং আবু বকর মির্জা এবং ফার্স্ট এইড এর থিওরি এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে আসেন উলুবেড়িয়া পৌরসভার মেডিক্যাল অফিসার স্বপন মন্ডল তার সহযোগী পঙ্কজ মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন গনেশপুর হাই স্কুলের শিক্ষক এবং জামাতে ইসলামী হিন্দের হাওড়া জেলার সহকারী জেলা সভাপতি জুলফিকার আলী মোল্লা , সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান সাহেব, জামাতে ইসলামী হিন্দের হাওড়া জেলার জেলা সভাপতি ডা: নুর আহমদ মোল্লা।

advertisement

আরও পড়ুনঃ ঝুঁকির পারাপার! বিপজ্জনক রেল লাইন হাওড়ার বাউরিয়ায়

 

 

প্রায় ৪০ জন ভলেন্টিয়ার এই ওয়ার্কশপ অংশগ্রহণ করে। থিওরির পাশাপাশি প্রাক্টিক্যাল, কোথাও কোনো ভাবে অগ্নি সংযোগ হলে কিভাবে আগুন নেভানো, সেখান থেকে মানুষকে রেসকিউ করা বা অন্য কোন দুর্যোগ মোকাবিলা। বা অন্য কোন দুর্যোগ থেকে মানুষকে রেসকিউ করা। সেই সমস্ত কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রাথমিক ভাবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আমিরুল হাসান। প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাতের শুনশান রাস্তায় আচমকা জেলা পরিষদের সহকারী সভাধিপতির গাড়ির সামনে লেপার্ড! হাড়হিম কাণ্ড
আরও দেখুন

Rakesh Maity

বাংলা খবর/ খবর/Local News/
Howrah News: প্রাথমিক বিপর্যয় মোকাবিলায় ডিজাস্টার ম্যানেজমেন্টের ওয়ার্কশপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল