সিভিল ডিফেন্স এর ট্রেনিং দেন এস.বি.এফ এর ন্যাশনাল লেভেল ট্রেনিং প্রাপ্ত ভলেন্টিয়ার আলমগীর মোল্লা, শরীয়তুল্লাহ মীর, মাকসুদ মিদ্দে, সাজ্জাদ মির্জা এবং আবু বকর মির্জা এবং ফার্স্ট এইড এর থিওরি এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে আসেন উলুবেড়িয়া পৌরসভার মেডিক্যাল অফিসার স্বপন মন্ডল ও তার সহযোগী পঙ্কজ মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন গনেশপুর হাই স্কুলের শিক্ষক এবং জামাতে ইসলামী হিন্দের হাওড়া জেলার সহকারী জেলা সভাপতি জুলফিকার আলী মোল্লা , সাঁকরাইল অভয়চরণ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান সাহেব, জামাতে ইসলামী হিন্দের হাওড়া জেলার জেলা সভাপতি ডা: নুর আহমদ মোল্লা।
advertisement
আরও পড়ুনঃ ঝুঁকির পারাপার! বিপজ্জনক রেল লাইন হাওড়ার বাউরিয়ায়
প্রায় ৪০ জন ভলেন্টিয়ার এই ওয়ার্কশপ এ অংশগ্রহণ করে। থিওরির পাশাপাশি প্রাক্টিক্যাল, কোথাও কোনো ভাবে অগ্নি সংযোগ হলে কিভাবে আগুন নেভানো, সেখান থেকে মানুষকে রেসকিউ করা বা অন্য কোন দুর্যোগ মোকাবিলা। বা অন্য কোন দুর্যোগ থেকে মানুষকে রেসকিউ করা। সেই সমস্ত কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয় প্রাথমিক ভাবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আমিরুল হাসান। প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।
Rakesh Maity






