Howrah News: ঝুঁকির পারাপার! বিপজ্জনক রেল লাইন হাওড়ার বাউরিয়ায়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ঝুঁকির পারাপার! বিপজ্জনক রেল লাইন পারাপার। জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার বাউড়িয়ায় চলছে বেআইনি ভাবে রেল লাইন পারাপার মানুষের।
#হাওড়া : ঝুঁকির পারাপার! বিপজ্জনক রেল লাইন পারাপার। জীবনের ঝুঁকি নিয়ে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার বাউড়িয়ায় চলছে বেআইনি ভাবে রেল লাইন পারাপার মানুষের। বাউরিয়া রেল স্টেশন ও ক্রসিং এর মধ্যবর্তী ব্যারিকেড ভাঙ্গা স্থান দিয়ে অবাধে মানুষের রেল লাইন পারাপার। সকাল থেকে সন্ধ্যা কিবা রাত, স্কুলের ছাত্র-ছাত্রী থেকে কারখানা শ্রমিক বা সাধারণমানুষ প্রতিদিন রেল লাইন পারা করে যাতায়াত করেন বিপজ্জনক ভাবে। এদিকে রেল লাইন পারাপার করতে গিয়ে বহুক্ষেত্রেই ঘটছে দুর্ঘটনা। তার জেরে প্রায়শই ঘটে প্রাণহানি।
কিন্তু এর পরেও অবাধে চলছে রেল লাইন পারাপার। যদিও এবিষয়ে রেল লাইন পারাপারকারীসাধারণ মানুষের বক্তব্য, কর্মস্থলে দ্রুত পৌঁছাতেই বাধ্য হয়েই তারা যাতয়াত করছে এই ভাবে। পাশাপাশি তারা আরও বলেন যদি রেল গেট দিয়ে ঘুরে যেতে হয় তো দীর্ঘক্ষণ রেল গেট বন্ধ থাকার কারণে সময় মত পৌঁছানো যায়না গন্তব্যে। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলে এই পারাপার। শুধু তাই নয়, এই রেল লাইন পেরিয়েই বুড়িখালী ক্ষেত্রমোহন ইনস্টিটিউটশন ও বাউড়িয়া খাজুরী হাই স্কুলের ছাত্র ছাত্রীরা যাতয়াত করে।
advertisement
advertisement
এদিকে ওভারব্রিজ নাথাকার কারণে এমন ঝুঁকিপূর্ণ পারাপার বলে বলেন বহু পারপারকারী। তবে সূত্রের খবর খুব দ্রুত বাউড়িয়ায় কাজ শুরু হবে উড়ালপুলের। যা রাজ্য ও কেন্দ্র যৌথভাবে করবে বলে খবর। উড়ালপুল নির্মিত হলে সম্পূর্ণরূপে এই বিপজ্জনক পারাপার বন্ধ হবে। তবে কবে উড়ালপুল তৈরির কাজ শুরু হবে সেই দিকেই তাকিয়ে মানুষ।
advertisement
Rakesh Maity
view commentsLocation :
First Published :
September 10, 2022 7:08 PM IST