এদিকে, শিলিগুড়ি পুরনিগম এলাকায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২০ জন করোনায় সংক্রামিত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার অধীনে থাকা ওয়ার্ডগুলির ৩০ জন রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। এছাড়া দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন সংক্রামিত হয়েছে। তবে সুকনায় ১ জন, কার্শিয়ংয়ে ৩ জন, মিরিকে ৮ জন, বিজনবাড়িতে ১৪ জন করোনা সংক্রামিতের খোঁজ মিলেছে। অন্যদিকে, তাকদহে ৫ জন ও সুখিয়াপোখরিতে গত ২৪ ঘন্টায় নতুন করে ১০ জন সংক্রামিতে খোঁজ মিলেছে। এছাড়া মাটিগাড়ায় ৫ জন, খড়িবাড়িতে ২ জন, নকশালবাড়িতে ৪ জন সংক্রামিত হয়েছেন। তবে ফাঁসিদেওয়ায় ২৪ ঘন্টায় নতুন করে করোনায় ১ জন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে।
advertisement
অন্যদিকে, দেশেও ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার ৭০৩ জন সংক্রামিত হয়েছেন, যা গত ১১১ দিনে সর্বনিম্ন। সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজার ৮৬৪ জন। মৃত্যু হয়েছে ৫৫৩ জনের।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন সংক্রামিত হয়েছেন। করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৭ লক্ষ ৫২ হাজার ২৯৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩ হাজার ২৮১ জনের। এই মুহূর্তে অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৬৪ হাজার ৩৫৭টি। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জন। সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ।