TRENDING:

বাস চালু হলেও, বেহাল পরিষেবা! দূর্ভোগ নিত্যযাত্রীদের

Last Updated:

বাস চালু হলেও, বেহাল পরিষেবা! দূর্ভোগ নিত্যযাত্রীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্যজুড়ে দীর্ঘদিন ব্যাপী লকডাউনের ফলে, অনেকটাই নিম্নমুখী হয়েছে দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি রাজ্য ও জেলা জুড়ে কমেছে মৃত্যুর সংখ্যাও। তাই হাওড়া ও গোটা পশ্চিমবঙ্গে এই মাসের এক তারিখ থেকে আরও কিছুটা শিথিল করে দেওয়া হয়েছে লকডাউনের নিয়মাবলী। নতুন নির্দেশিকায় 50 শতাংশ জনসংখ্যা নিয়ে চালু করা হয়েছে জিম ও বিউটি পার্লার। 50 শতাংশ যাত্রী নিয়ে বাস ও লঞ্চ পরিষেবাও চালু করা হয়েছে ওই দিন থেকে।
advertisement

কিন্তু লকডাউন শিথিলের আজ তৃতীয় দিনেও, হাওড়া স্টেশন বাসস্ট্যান্ডে ধরা পড়লো আগের দু দিনের মতো সেই একই ছবি। প্রায় হাতেগোনা কয়েকটি বেসরকারি বাসই রাস্তায় নেমেছে। তুলনামূলক সরকারি বাসের সংখ্যা বেশি হলেও, তাতে 50 শতাংশ যাত্রী নিয়ে প্রশাসনের তরফ থেকে জারি করা নিয়মের কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। কার্যত আগের দিনের মতো সেই একইভাবে বাদুড়ঝোলা ভিড়ই লক্ষ্য করা গেল, আজ হাওড়া স্টেশনের সরকারি ও বেসরকারি বাস গুলোতে।

advertisement

50 শতাংশ যাত্রীর নিয়ম কেন মানা হচ্ছে না এই প্রসঙ্গে কনডাক্টররা জানাচ্ছেন, বেসরকারি বাসের অভাবে কার্যত জোর করেই সবাই উঠে পড়েছেন রাস্তায় নামা বাকি বাসগুলিতে।

রাজ্যের নির্দেশিকাগুলি পালনের ক্ষেত্রে, ভিড় এড়াতে হাওড়া স্টেশনে আজও চোখে পড়লো না পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার তৎপরতাও। তাই একপ্রকার আগের মতোই ভিড় বাসে তাদের গন্তব্যস্থলে যাত্রা করছেন সাধারণ মানুষ।

advertisement

রাস্তায় ট্যাক্সী ও প্রাইভেট গাড়ি আগের মতোই চললেও তাতে অত্যধিক ভাড়া নেওয়ার অভিযোগ করছেন নিত্যযাত্রীরা। বাসের অমিল ও প্রাইভেট গাড়ি ও ট্যাক্সিগুলির এই দৌরাত্ম্য দেখে অনেকে সাইকেল নিয়েই হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। বাসের অনুপস্থিতিতে অনেকে আবার ডালহাউসি, কলেজস্ট্রিট, শিয়ালদা পর্যন্তও হাটা লাগাচ্ছেন ব্রিজের উপর দিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সব মিলিয়ে করোনার বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়া হলেও, তাতে সাধারণ মানুষের সমস্যা যে এখনই মিটছে না সেটা স্বীকারও করে নিচ্ছেন প্রশাসনিক কর্তারা।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
বাস চালু হলেও, বেহাল পরিষেবা! দূর্ভোগ নিত্যযাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল