TRENDING:

কঠোর বিধিনিষেধে পথশিশুদের পাশে দাঁড়াতে ব্যান্ড তৈরি করল বোলপুরের পড়ুয়ারা

Last Updated:

বোলপুরের বোলপুর উচ্চ বিদ্যালয় এবং শৈলবালা বিদ্যালয়ের পড়ুয়ারা 'এক পশলা আড্ডা' নামে এই ব্যান্ড তৈরি করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের তরফে জারি করা কঠোর বিধিনিষেধের ফলস্বরূপ কমেছে সংক্রমণ। তবে এই কঠোর বিধিনিষেধের কারণে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের রুজি রোজগার নিয়ে। পাশাপাশি সমস্যায় পড়েছে পথশিশুরা। ট্রেন, বাস সহ একাধিক গণপরিবহণ বন্ধ থাকার দরুণ তারা সমস্যায়। আর এই কথা ভেবে বোলপুরের বেশকিছু পড়ুয়া তাদের সাহায্য করার জন্য বাংলা ব্যান্ড তৈরি করলো।
advertisement

বোলপুরের বোলপুর উচ্চ বিদ্যালয় এবং শৈলবালা বিদ্যালয়ের পড়ুয়ারা 'এক পশলা আড্ডা' নামে এই ব্যান্ড তৈরি করেছে। যে ব্যান্ডের সদস্যরা বর্তমানে বোলপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে গান করছে। হাতে গিটার এবং অন্যান্য বাদ্যযন্ত্রের সাহায্যে কখনো তারা \'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে\', অথবা \'আমরা করব জয়\' এইসকল একাধিক গান গেয়ে পথচলতি মানুষদের মনোরঞ্জন দিচ্ছে।

advertisement

গান গাওয়ার পাশাপাশি তাদের হাতে রয়েছে প্ল্যাকার্ড \'করোনার সময় পথশিশুরা অসহায়, সাহায্যের হাত বাড়ান\'। এই ভাবেই তারা গান গাওয়ার পাশাপাশি পথচলতি মানুষদের থেকে উঠে আসা সাহায্য সঞ্চয় করছে। পাশাপাশি নিজেদের টিফিন খরচ এবং অন্যান্য হাতখরচ থেকেও কিছুটা অংশ বাঁচিয়ে সেই তহবিলে জমা করে পথ শিশুদের সাহায্য করার জন্য ছুটে চলেছে।

advertisement

ব্যান্ডের সদস্য স্বপ্নজা সরকার জানিয়েছে, \"আমরা পথশিশুদের সাহায্য করার জন্যই এই ব্যান্ড তৈরি করেছি। আর এই ব্যান্ড শহরের বিভিন্ন জায়গায় গান গেয়ে চলেছে। তার পরিবর্তে আমরা সামান্যটুকু অর্থ সাহায্য চাইছি পথ শিশুদের সাহায্য করার জন্য। পথচলতি মানুষদের সাহায্য এবং আমাদের যৌথ সাহায্যে বোলপুর রেল স্টেশন এবং বিভিন্ন প্রান্তে থাকা পথশিশুদের পুষ্টিকর খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমরা দিতে চাই।\"

advertisement

বোলপুর শহরের এই সকল পড়ুয়াদের এমন উদ্যোগ দেখে আপ্লুত শহরের বাসিন্দারা। শহরের বিশিষ্টজনেরা এই পড়ুয়াদের এমন উদ্যোগ নিয়ে জানিয়েছেন, \"যে সকল পড়ুয়ারা এমন উদ্যোগ নিয়েছে তাদের নিজেদেরই এখন শৈশবকাল। তবে এই বয়সেই যে তাদের মধ্যে এমন নিদারুণ চিন্তাভাবনা আসতে পারে তা অকল্পনীয়। এই স্কুল পড়ুয়ারাই পথ দেখাচ্ছে অন্যান্যদের।\"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মাধব দাস

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
কঠোর বিধিনিষেধে পথশিশুদের পাশে দাঁড়াতে ব্যান্ড তৈরি করল বোলপুরের পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল