TRENDING:

Bangla News|| ছেলের বয়স ৩ বছর পেরিয়েছে, জন্ম শংসাপত্রের সংশোধনের অপেক্ষায় পরিবার

Last Updated:

Bangla News: জেলা হাসপাতাল থেকে তিন বছর ধরে মিলছেনা সঠিক বা নির্ভুল জন্মের শংসাপত্র। আদালত ও হাসপাতাল চত্বরে বহুবার ঘুরেও বারবার খালি হাতে ফিরতে হচ্ছে তিন বছরের শিশুর বাবাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের জেলা হাসপাতাল থেকে তিন বছর ধরে মিলছেনা সঠিক বা নির্ভুল জন্মের শংসাপত্র। আদালত ও হাসপাতাল চত্বরে বহুবার ঘুরেও বারবার খালি হাতে ফিরতে হচ্ছে তিন বছরের শিশুর বাবাকে। জন্ম শংসাপত্র সঠিক না থাকায় অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে সরকার কোন কসুর রাখেনি। কিন্তু তা সত্ত্বেও তিন বছর ধরে সঠিক জন্ম শংসাপত্র না পাওয়ায় একটি পরিবারকে রীতিমতো দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
District hospital Purba Medinipur
District hospital Purba Medinipur
advertisement

তমলুক থানার উদয়চকের বাসিন্দা সুবল অধিকারীর স্ত্রী জয়শ্রী খাঁড়া অধিকারী ২০১৮ সালের ২৯ অক্টোবর তমলুক জেলা হাসপাতালে একটি শিশু পুত্রের জন্ম দেন। তারপর ওই বছরের ৩১ অক্টোবর হাসপাতালের তরফে দেওয়া জন্ম শংসাপত্র শিশুর নিজের নাম, বাবার নাম ও মায়ের নামের পদবীর বানান ভুল আসে। সেই থেকে সেটিকে সংশোধন এর জন্য জেলা হাসপাতালে দিনের পর দিন ঘুরছেন শিশুটির বাবা সুবল অধিকারী। কিন্তু তিন বছর ঘোড়ার পড়ো মেলেনি সঠিক ও হয়নি জন্ম শংসাপত্রের সংশোধন।

advertisement

প্রায় তিন বছর ধরে নিজের শিশুর জন্ম শংসাপত্র সংশোধন এর জন্য জেলা হাসপাতালে ঘুরছেন পিতা। কিন্তু তিন বছর ঘুরলেও আজ ও জন্ম শংসাপত্র সংশোধন করা হয়নি। চরম সমস্যায় পরিবার। হাসপাতালের তরফে দেওয়া তৎকালীন জন্ম শংসাপত্রে মা ও বাবার নামের পদবীর বানান ভুল করার দরুন শিশুর নামের পদবীর বানান ভুল আসে। তা সংশোধন করার জন্য প্রথমে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট তমলুক কোর্টের হলফনামা ও পরবর্তীটে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হলফনামা হাসপাতালে জমা করলেও দিনের পর দিন ঘোরানো হয় বলে ঐ শিশুর পরিবারের অভিযোগ।

advertisement

শিশুর বাবা সুবল অধিকারী বলেন, " তিন বছর আগে আমার ছেলের জন্ম শংসাপত্রের জন্য নাম নথিভুক্ত করার সময় হাসপাতাল কর্তৃপক্ষ ভুল করে। সেই ভুল আজও সংশোধন হয়নি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র যা কিছু চাওয়া হয়েছিল সবকিছুই জমা দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোন সুরাহা হয়নি। ছেলের সঠিক নির্ভুল জন্ম শংসাপত্রের জন্য বারে বারে হাসপাতলে ঘুরতে হচ্ছে। কবে পাবো তার কোন ঠিক নেই। সঠিক নির্ভুল জন্ম শংসাপত্র না থাকায় ছেলে আধার কার্ড থেকে রেশন কার্ড কোন কিছুই করা যাচ্ছে না। আমি ও আমার পরিবার ভুক্তভোগী।"

advertisement

যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ফোনে যোগাযোগ করা হলে কথা বলতে অস্বীকার করে।জেলা হাসপাতালের অমানবিকতার ফলে ভুগছে একটি সাধারণ পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/Local News/
Bangla News|| ছেলের বয়স ৩ বছর পেরিয়েছে, জন্ম শংসাপত্রের সংশোধনের অপেক্ষায় পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল