TRENDING:

হলুদ রঙের কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Last Updated:

ঘটনার পর সকাল হতেই বাঁকু বাগদি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান এবং তাদের তাদের মধ্যে এই কচ্ছপটি নিয়ে কৌতুহল শুরু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : সাধারণত কচ্ছপের গায়ের রং যেমন হয়ে থাকে তার থেকে এদিন উদ্ধার হওয়া কচ্ছপটির গায়ের রং ছিল আলাদা। আলাদা বলতে গায়ের রং ছিল হলদেটে। আর এমনটা দেখেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে শুরু হয় কৌতুহল। তারা অনুমান করতে শুরু করেন কোন বিরল প্রজাতির কচ্ছপ নয়তো? যদিও পরে জানা যায় কচ্ছপটি কোন বিরল প্রজাতির অথবা অ্যালবিনো কচ্ছপ ছিল না, সেটি সাধারণ তিল কাছিম।
advertisement

বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামে। ওই গ্রামের বাঁকু বাগদি নামে এক ব্যক্তি গভীর রাতে তার বাড়ির উঠোনে এই কচ্ছপটি ঘুরে বেড়াতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে বলেন, কচ্ছপটিকে ভালো কোন জায়গায় রাখতে। যাতে করে কুকুর অথবা অন্য কোন প্রাণী বা মানুষের হামলায় তার কোনো ক্ষতি না হয়।

advertisement

ঘটনার পর সকাল হতেই বাঁকু বাগদি স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান এবং তাদের তাদের মধ্যে এই কচ্ছপটি নিয়ে কৌতুহল শুরু হয়। পরে খবর দেওয়া হয় বনদপ্তরে। পাশাপাশি ঘটনার খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে কচ্ছপটি থানায় দিয়ে যেতে বলেন। যাতে করে উদ্ধার হওয়া ওই কচ্ছপটির সঠিক ভাবে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া যায়।

advertisement

কচ্ছপটি উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে এটি কোন বিরল প্রজাতির কিনা তা জানার জন্য বন্যজীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাসকে একটি ছবি পাঠিয়ে তা নিশ্চিত করা হয়। ছবি দেখে দীনবন্ধু বিশ্বাসই জানান এটি কোন বিরল প্রজাতির অথবা অ্যালবিনো কচ্ছপ নয়। তবে তিনি ওই ব্যক্তি কচ্ছপটিকে উদ্ধার করে সুরক্ষিত রাখার যে পদক্ষেপ নিয়েছেন তাকে তিনি বেশ সদর্থক বলে জানিয়েছেন।

advertisement

প্রসঙ্গত, বন্যজীবদের লোকালয়ে প্রবেশের পর একাধিক জায়গায় তাদের উপর আক্রমণ চালানো, তাদের মেরে ফেলা ইত্যাদি নানান ঘটনা ঘটতে লক্ষ্য করা যায়। আর এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে এদিনের ওই ব্যক্তির এমন পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

মাধব দাস

বাংলা খবর/ খবর/Local News/
হলুদ রঙের কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল