তারাপীঠ মন্দিরে তারা মায়ের অনলাইনে পুজো (Tarapith online puja) দেওয়া নিয়ে যে সকল সোশ্যাল পেজ অথবা ওয়েবসাইট রয়েছে সেগুলি কোনটিই তারাপীঠ মন্দিরের অথবা তারাপীঠ মন্দির কমিটির বা কোন পুরোহিতের নয় বলেই দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছে মন্দির কমিটির তরফ থেকে। তবে এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছেন মন্দির কমিটির সদস্যরা। তারা এ নিয়ে সাইবার সেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। পুলিশের তরফ থেকেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
advertisement
তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চ্যাটার্জী ঐসকল সোশ্যাল পেজ এবং ওয়েবসাইট নিয়ে সরাসরি অভিযোগ করেছেন, "মন্দির কমিটির কোনো রকম ওয়েবসাইট অথবা ফেসবুক কিছু নেই এবং সেবায়েতদেরও কিছু নেই। কয়েকজন আছেন যারা মাকে নিয়ে ব্যবসা করছেন তারা কিছু ফেক ওয়েবসাইট অথবা ফেক ফেসবুক অ্যাকাউন্ট করে রেখেছেন। তারাই প্রচার করছেন তারা মায়ের পুজো দিতে হলে এত টাকা খরচা হবে, তারপর অ্যাকাউন্ট নম্বর দিয়ে টাকা নিচ্ছেন।"
এর পরিপ্রেক্ষিতে তিনি আরও জানিয়েছেন, "আমার বিনীত অনুরোধ আপনারা যেন এই প্রতারণা চক্রে পা দেবেন না। যাদের বাইরে থেকে পুজো দেওয়ার ইচ্ছে রয়েছে তারা পূর্বপরিচিত পান্ডা অথবা সেবায়েতদের মাধ্যমে টাকা পাঠাবেন। মন্দিরের পুরোহিতরা সেই অর্থে পুজো দিয়ে আপনাদের বাড়িতে প্রসাদ পাঠানোর ব্যবস্থা করে দেবে।"
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় এই ভাবে তারা মায়ের নামে অ্যাকাউন্ট খুলে অনলাইনে পুজো যাওয়া অথবা পুজো দেওয়ার বিষয়টি নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে। আর এবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি।