করোনা আবহে চলতি বছর রাখির বাজার কেমন তা দেখতে বোলপুর বাজারে পা রাখতেই এমন দৃশ্য ধরা পড়লো। যেখানে দোকানে দোকানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যুক্ত রাখি। আর এই ধরনের রাখি অন্যান্য রাখির তুলনায় চলতি বছর অনেক বেশি বিক্রি হয়েছে বলেও দাবি করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, যেভাবে এই রাখি বিক্রি হয়েছে তাতে অন্য কোন রাখি না এনে 'দিদি'-র রাখি আনলেই ভালো হতো।
advertisement
বীরভুমের বোলপুর বাজারের এক রাখি ব্যবসায়ী সৌরভ চন্দ্র হাসিমুখে জানিয়েছেন, "মমতা ব্যানার্জির রাখির তো ভালোই চাহিদা আছে। এই বছর মমতা ব্যানার্জির ছবি দেওয়া যে পরিমাণ রাখি এনেছিলাম তা প্রায় সবই শেষের দিকে। আরও বেশি পরিমাণে এই রাখি আনলেই ভালো হতো।"
কারা কিনছেন এই ধরনের রাখি? এই প্রসঙ্গে ওই ব্যবসায়ী জানিয়েছেন, "সাধারণ মানুষেরাই এই ধরনের রাখি কিনে নিয়ে যাচ্ছেন। এখনো তো পার্টির লোকজন আসেনইনি। তারা এলে আর জোগান দিতেই পারব না। আর মাত্র কয়েকটি রাখি পড়ে আছে।"
প্রসঙ্গত, প্রতিবছর রাখি পূর্ণিমার আগে বাজারে এই ধরনের রাখির চাহিদা থাকে তুঙ্গে। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া রাখির দেখা পাওয়া যায়। তবে চলতি বছর বাজারে সব থেকে বেশি চাহিদা জোগাচ্ছে এই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখিই।
মাধব দাস