TRENDING:

গণেশ চতুর্থীতে গণেশের মুখে মাস্ক, করোনা ঠেকাতে বার্তা পুজো কমিটির

Last Updated:

সিউড়ির এক পুজো কমিটির সদস্যরা গণেশের মুখে মাস্ক পরিয়ে সচেতনতা বার্তা দেওয়ার উদ্যোগ নিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাধব দাস, বীরভূম: শুক্রবার গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উপলক্ষে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গণেশ আরাধনা। তবে গণেশ আরাধনার মধ্য দিয়েই করোনা সচেতনতায় বার্তা দিতে হাজির বীরভূমের সিউড়ি (Suri) শহরের এক পুজো কমিটি। করোনার দ্বিতীয় ঢেউ কাটলেও যখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে ঠিক সেইসময় এই পুজো কমিটির সদস্যরা গণেশের মুখে মাস্ক পরিয়ে সচেতনতা বার্তা দেওয়ার উদ্যোগ নিলেন।
advertisement

গণেশের মুখে মাস্ক পরিয়ে গণেশ চতুর্থী পালনের (Ganesh Chaturthi Celebrations) এমন ছবি ধরা পড়লো সিউড়ি শহরের মসজিদ মোড় এলাকায় ইন্দিরাচকের গণেশ চতুর্থী উদযাপনের ক্ষেত্রে। এখানকার বেশ কিছু ব্যবসায়ী প্রতিবছর একত্রিত হয়ে এই গণেশ চতুর্থীতে গণেশ আরাধনায় ব্রত হয়ে থাকেন। তবে এই বছর তারা তাদের পুজোর ক্ষেত্রে গণেশের মুখে মাস্ক পরানোর মতো পদক্ষেপ নিয়েছেন।

advertisement

গণেশের মুখে মাস্ক পরানো নিয়ে পুজো উদ্যোক্তাদের তরফ থেকে চন্দ্রশেখর সাউ জানিয়েছেন, "বাজার ঘাটে বহু মানুষকে বর্তমান পরিস্থিতিতেও মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আমরা রাস্তার ধারে দোকান করার কারণে তা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তবে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাটা বর্তমানে অত্যন্ত জরুরী। যে কারণে আমরা পুজো মণ্ডপেও বেশকিছু গাইডলাইন দিয়েছি, পাশাপাশি গণেশের মুখের মাস্ক পরিয়েছি সচেতনতার বার্তা দেওয়ার জন্যই।"

advertisement

পাশাপাশি পুরোহিত কাজল চক্রবর্তী জানিয়েছেন, "আমরা আলোচনা করেই গণেশের মুখে মাস্ক ( Lord Ganesha wearing mask) পরানোর সিদ্ধান্ত নিয়েছি। যাতে সাধারণ মানুষ যারা এই মুহূর্তে মাস্ক পরা ভুলে গিয়েছেন তারা এই বিষয়টি দেখে যেন মাস্ক পরার প্রতি আগ্রহ বাড়ান। যাতে করে সবাই যেন আরও একটু ভালো থাকতে পারেন।"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে বীরভূম জেলার করোনা পরিস্থিতি বহুলাংশে উন্নতির দিকে পৌঁছেছে। তবে কোনভাবেই করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি আমজনতা থেকে প্রশাসনের মধ্যে আশঙ্কা তৈরি করছে। এমত অবস্থায় প্রশাসনিকভাবেও শহরের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে। এমন পরিস্থিতিতে এই পুজো কমিটির এমন উদ্যোগ করোনা সচেতনতায় বার্তা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/Local News/
গণেশ চতুর্থীতে গণেশের মুখে মাস্ক, করোনা ঠেকাতে বার্তা পুজো কমিটির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল