বীরভূমের রামপুরাহাট থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে অবস্থিত এই গণপুরের জঙ্গল। রামপুরহাট থেকে সিউড়ি যাওয়ার রাস্তায় মল্লারপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে গণপুর থেকে বাঁধের রাস্তা হয়ে জঙ্গলের সুন্দর দৃশ্যপটের মধ্য দিয়ে শিবপাহারি মন্দির যাওয়া যায়। এখানেই রয়েছে কালাপাহাড়ের স্মৃতিবাহী শিব। যার নাম শ্রী শ্রী বাবা সিদ্ধনাথ। আপনি কলকাতা অথবা হাওড়া থেকে এলে নিকটবর্তী মল্লারপুর স্টেশন,তারাপীঠ স্টেশন,অথবা রামপুরহাট স্টেশন থেকে এই গনপুর পৌঁছতে পারেন। তবে মল্লারপুর স্টেশন থেকেই এই গনপুর জঙ্গল আপনার খুব কাছে হবে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তবে এই গণপুর এলে থাকার কোনও জায়গা নেই। তবে গণপুর বনবাংলোয় থাকার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে হবে ডিভিশনাল ফরেস্ট অফিসারের সঙ্গে। যোগাযোগের নম্বর : ০৩৪৬২-২৫৫২৬২। রামপুরহাট অথবা সিউড়িতে এমনকি তারাপীঠ এ রাত্রিবাস করেও জায়গাগুলি দেখে নেওয়া যায়। আর তাছাড়াও বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে আপনি পুজো দেওয়ার পরে এই গণপুর এর জঙ্গলের আনন্দ নিতে পারবেন।এটাই সব থেকে বেস্ট হবে আপনার জন্য।
শোনা যায় আজ থেকে প্রায় ৫০০ বছর পুরোনো এই শ্রী শ্রী বাবা সিদ্ধিনাথ এর মন্দির। মন্দিরের ভেতরে গেলে দেখা যাবে বিশাল বড় আকারের একটি শিব লিঙ্গ রয়েছে।প্রত্যেক দিন নিত্যপুজোর পাশাপাশি শিব রাত্রির দিন এবং শ্রাবণ মাসে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। তাহলে নিরিবিলি পরিবেশ খুঁজতে চাইলে এখান থেকে একবার অবশ্যই ঘুরে যান। পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে শীতের ভ্রমণে এই জঙ্গল হবে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন।
সৌভিক রায়