TRENDING:

Christmas 2025: লাল, সাদা, সবুজ, সোনালী...কেবল এই ৪ রঙেই কেন সেজে ওঠে ক্রিসমাস ট্রি? ২৫ ডিসেম্বরের আগেই জেনে নিন  

Last Updated:
Christmas 2025: ক্রিসমাসের সময়ে ঘরবাড়ি থেকে শুরু করে দোকান, শপিং মল সবই সেজে ওঠে। ক্রিসমাসের সজ্জার জন্য অপরিহার্য বস্তু হল ক্রিসমাস ট্রি।
advertisement
1/6
লাল, সাদা, সবুজ, সোনালী...কেবল এই ৪ রঙেই কেন সেজে ওঠে ক্রিসমাস? ২৫ ডিসেম্বরের আগে জানুন
ক্রিসমাসের সময়ে ঘরবাড়ি থেকে শুরু করে দোকান, শপিং মল সবই সেজে ওঠে। ক্রিসমাসের সজ্জার জন্য অপরিহার্য বস্তু হল ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিন পালন অসম্পূর্ণ। বাস্তু শাস্ত্রে এই ক্রিসমাস ট্রির সাজসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে নানান রঙের ফিতে, মোজা, লাল-সোনালি বল, তারা, ঘন্টি ইত্যাদি দিয়ে সাজানো হয়ে থাকে।
advertisement
2/6
ক্রিসমাস ট্রির সাজসজ্জায় চারটি রঙের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়, লাল, সবুজ, সাদা ও সোনালী। কিন্তু খুব কম লোকই জানেন যে ক্রিসমাসের সজ্জায় ব্যবহৃত এই বিভিন্ন রঙ গুলির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই প্রতিটি রঙ কোনও না-কোনও বার্তা বহন করে। ক্রিসমাসে ব্যবহৃত রং তার মাহাত্ম্য সম্পর্কে জেনে নিন এখানে।
advertisement
3/6
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, ক্রিসমাসের প্রধান রঙের মধ্যে অন্যতম হল লাল। বিশপের পোশাকের রঙ লাল, আবার সকলের প্রিয় সান্টাও এই রঙের পোশাক পরেই উপহার বিতরণের জন্য বের হন। এই রঙকে ত্যাগ এবং সমর্পণের রং মনে করা হয়। যিশুর ত্যাগের প্রতিনিধিত্ব করে এই রং। লাল রং চারদিকে ইতিবাচক শক্তি বিকশিত করে। এটি আবার জীবন শক্তি।
advertisement
4/6
সাদা হল শান্তি ও পবিত্রতার সঙ্গে একাত্ম করে। তাই সাদা রঙটিকে দেখা হয়। পাশ্চাত্য দেশে ক্রিসমাসের সময়ে তুষারপাত হয়। ক্রিসামাসের সময় গৃহসজ্জার সময়ে বরফের প্রতীক হিসেবে সাদা তুলো ব্যবহার করা হয়ে থাকে। এই রঙের মধ্যে ভালোবাসা, সদ্ভাব, ঘনিষ্ঠতার ঝলক দেখা যায়। শান্তি ও আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করে এই রঙ।
advertisement
5/6
শীতকালে ঘরবাড়ির সজ্জায় হোলি, আউভি ও মিস্টলেটো গাছ ব্যবহার করা হয়। রোমান সভ্যতায় সবুজকে সৌভাগ্যের ইঙ্গিত মনে করা হয়ে থাকে। ক্রিসমাস ট্রিও সবুজ রঙের। এই গাছের পাশাপাশি বাড়ির সাজসজ্জায় সবুজ রং ব্যবহার করে প্রত্যেকে সৌভাগ্য বৃদ্ধির কামনা করে থাকেন।
advertisement
6/6
সূর্য ও প্রকাশের রঙের প্রতীক এটি। সোনালী রঙ আবার উপহারের প্রতীক। যিশুর রূপে সমগ্র বিশ্বকে উপহার দিয়েছিলেন পরমেশ্বর। এর জন্য দরিদ্র মেরি বা মরিয়মকে নির্বাচন করেন তিনি। সোনালী রং বুঝিয়ে দেয় যে ঈশ্বরের কাছে প্রত্যেকে সমান। তাঁর কাছে কেউ ছোট-বড়, ধনী-দরিদ্র নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Christmas 2025: লাল, সাদা, সবুজ, সোনালী...কেবল এই ৪ রঙেই কেন সেজে ওঠে ক্রিসমাস ট্রি? ২৫ ডিসেম্বরের আগেই জেনে নিন  
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল