NIPAH Virus Dos & Donts: খেজুরের রস খাবেন না! আক্রান্ত হতে পারেন ভয়ঙ্কর ছোঁয়াচে নিপা ভাইরাসে! আর কী কী খেলে ছড়াবে এই ভাইরাস? জানুন
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
NIPAH Virus Dos & Donts: একটি জুনোটিক ভাইরাস, যার অর্থ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যার মধ্যে ফল-বাদুড় (যাদের মূল খাবার ফলমূল), যাকে উড়ন্ত শিয়ালও বলা হয়, তারা এর প্রাকৃতিক পোষক। এই ভাইরাস শূকরকেও সংক্রমিত করতে পারে এবং মানুষের মধ্যে অসুস্থতা সৃষ্টি করতে পারে
advertisement
1/6

নিপা ভাইরাসের আতঙ্ক ফের হাজির৷ বাংলায় ইতিমধ্যেই দু’টি ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে এই ভাইরাসের আক্রমণ৷ এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই৷ তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করুন৷ এর আগেও দেশের নানা প্রান্তে ধরা পড়েছে নিপা সংক্রমণ৷ ধীরে ধীরে প্রশমিতও হয়েছে৷ জেনে নিন এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে কী কী সাবধানতা অবলম্বন করবেন৷ কী কী করবেন না৷ বলছেন বিশেষজ্ঞ রাজীব জয়দেবন৷
advertisement
2/6
মালয়েশিয়ার কাম্পুং সু্ঙ্গাই নিপা (Kampung Sungai Nipah) গ্রামে এই ভাইরাসের অস্তিত্ব প্রথম ধরা পড়ে৷ তাই এই ভাইরাসের নাম হয় নিপা (Nipah)৷ নিপা ভাইরাস (NiV) একটি জুনোটিক ভাইরাস, যার অর্থ এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, যার মধ্যে ফল-বাদুড় (যাদের মূল খাবার ফলমূল), যাকে উড়ন্ত শিয়ালও বলা হয়, তারা এর প্রাকৃতিক পোষক। এই ভাইরাস শূকরকেও সংক্রমিত করতে পারে এবং মানুষের মধ্যে অসুস্থতা সৃষ্টি করতে পারে - হালকা লক্ষণ থেকে শুরু করে এনসেফালাইটিস (মস্তিষ্কের ফোলাভাব) এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
advertisement
3/6
বাদুড় যে ফল খায়, তার থেকে ছড়িয়ে পড়বে এই ভাইরাস৷ বাদুড় যে সব ফল খায়, সেগুলি এড়িয়ে চলুন৷ আধখাওয়া ফল খাবেন না কোনওমতেই৷ বাদুড়ে খাওয়া ফল যদি মিশে থাকে তাজা ফলের সঙ্গে, তাহলেও ছড়াবে সংক্রমণ৷ তাই গাছ থেকে পেড়েই হোক, বা বাজার থেকে কিনেই খান, ফল খাওয়ার সময় সতর্ক থাকুন৷ দাগ ওয়ালা ফল খাবেন না৷ কোনওমতেই না ধোওয়া ফল কখনওই খাবেন না৷
advertisement
4/6
ক্লোরিনেটেড এবং ফোটানো জল পান করুন৷ পরিস্রুত পানীয় জলের কোনও বিকল্প নেই৷ জীবজন্তু বা তাদের বাসস্থানের কাছে যাওয়ার প্রয়োজন হলে উপযুক্ত পোশাক পরুন৷ মাস্ক পরুন৷ পরিচ্ছন্নতার স্বাস্থ্যবিধি মেনে চলুন৷ বাড়িতে পোষ্য থাকলে তাদের যত্ন নিন৷ তাদের খাবারে যাতে বাদুড় বা অন্য প্রাণী মুখ না দিতে পারে, সেদিকে নজর রাখুন৷ বাড়ির বাগান, বাড়িতে রাখা ফলের রস, বাড়ির পাতকুয়ো রাখুন বাদুড়মুক্ত৷
advertisement
5/6
খাওয়ার আগে ও পরে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন৷ আক্রান্তদের পরিসরে যাওয়ার সময় সুরক্ষা বিধি মেনে চলুন৷ গাছ থেকে পড়ে থাকা, গাছ থেকে পেড়ে আধখাওয়া ফল খাবেন না৷ অক্ষত অটুট ফল ভাল করে ধুয়ে তবেই খান৷ শীতে খেজুরের রস খাওয়ার লোভ সংবরণ করুন৷ খোলা পাত্রে সংগ্রহ করা হয়েছে এমন খেজুরের রস বা অন্য কোনও কিছুই খাবেন না৷ তবে নলেন গুড় খেতে পারেন৷
advertisement
6/6
পরিত্যক্ত খোলা কুয়ো, বাড়ি, গুহা, খনিগহ্বরের মতো জায়গা যেখানে বাদুড়ের বাসা হতে পারে, এড়িয়ে চলুন এখন৷ অসুস্থ বা মৃত পশুর কাছে যাওয়ার সময় প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে চলুন৷ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সব সময় মানতে হবে৷ গেল গেল রব তুলে অযথা আতঙ্কিত হবেন না৷ তবে সতর্কতা ও স্বাস্থ্যবিধি ভুললে চলবে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
NIPAH Virus Dos & Donts: খেজুরের রস খাবেন না! আক্রান্ত হতে পারেন ভয়ঙ্কর ছোঁয়াচে নিপা ভাইরাসে! আর কী কী খেলে ছড়াবে এই ভাইরাস? জানুন