TRENDING:

Winter Holiday Tips: শীতের রাজকীয় আনন্দ পেতে বেড়াতে আসুন মহিষাদল রাজবাড়ি! খরচ কত? কী ভাবে যাবে সব জানুন এক ক্লিকে

Last Updated:

Winter Holiday Tips: শীতের সময় যে কোনও ছুটির দিন বা সপ্তাহ শেষে পিকনিক বা ঘোরার আনন্দকে উপভোগ করতে হলে চলে আসুন মহিষাদল রাজবাড়ি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহিষাদল: পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহাসিক স্থান মহিষাদল। পূর্ব মেদিনীপুর জেলার যে কটি রাজবাড়ি রয়েছে তাদের মধ্যে অন্যতম ও বিখ্যাত হল মহিষাদল রাজবাড়ি। জেলা তথা রাজ্যের পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিয়েছে এই রাজবাড়ি। এই রাজবাড়িতে বিভিন্ন সময়ে সিনেমা বা সিরিয়ালের শুটিংয়ের জন্য এসেছেন বাংলা তথা হিন্দি সিনেমার বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীরা। শীতের সময় যে কোনও ছুটির দিন বা সপ্তাহ শেষে পিকনিক বা ঘোরার আনন্দকে উপভোগ করতে হলে চলে আসুন মহিষাদল রাজবাড়ি।
advertisement

বাংলায় সেই সময় মুঘল রাজ। আকবরের সেনাবাহিনীতে উচ্চপদে আসীন ছিলেন জনার্দন উপাধ্যায়। তিনি নদীপথে এসেছিলেন মহিষাদলের কাছে গেঁওখালিতে। তৎকালীন রাজা কল্যাণ রায়ের থেকে কিনে নেন মহিষাদলের রাজত্ব। পরে বংশ পরম্পরায় রাজবাড়ির আয়তন আরও বাড়তে থাকে। তিনটি প্রাসাদ নিয়ে তৈরি এই রাজবাড়ি।

আরও পড়ুন: টাকেও গজাতে পারে চুল…! নারকেল তেলের সঙ্গে রোজ রাতে মিশিয়ে লাগান ‘এই’ দুটো জিনিস! দিচ্ছে ম্যাজিক রেজাল্ট

advertisement

প্রথম প্রাসাদের নাম রঙ্গিবসনা। দ্বিতীয়টির নাম লালকুঠি এবং তৃতীয়টির নাম ফুলবাগ। তবে সব প্রাসাদে পর্যটদের প্রবেশাধিকার নেই। কেবল মাত্র ফুলবাগেই পর্যটকদের থাকতে দেওয়া হয়। বর্তমানে এই ফুলবাগ প্রাসাদের ভিতরে একটি ছোট মিউজিয়ামও তৈরি হয়েছে পর্যটকদের জন্য। যেখানে রাখা হয়েছে রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র, আসবাবপত্র ও কামান।

View More

কলকাতা থেকে মহিষাদল রাজবাড়ির দূরত্ব মাত্র ১১০ কিলোমিটার। হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের মহিষাদল বাসস্ট্যান্ডে নেমে ৫ থেকে ৭ মিনিটের হাঁটা রাস্তা। চাইলে টোটো করেও আসতে পারেন। খরচ পড়বে ১০ টাকা। হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কাপাসএ্যাড়ায়। সেখান থেকে বাসে বা টোটোয় করে সিনেমা মোড়। থেকে পায়ে হেঁটে রাজবাড়ি।

advertisement

আরও পড়ুন: সুগারের রোগীদের পাতে এই ‘লাল’ পাতা মাস্ট…! খেলেই হুড়মুড়িয়ে নামবে ব্লাড সুগার, ‘সত্যি’ জানেন না অনেকেই, জানুন ডাক্তারের মত!

এছাড়াও প্রাইভেট কারে সরাসরি রাজবাড়ির গেটে আসা যায়। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে সাউথইস্টার্ন লাইনের ট্রেন ধরে নামতে হবে মহিষাদল। সেখান থেকে মাত্র ২ কিমি গেলেই রাজবাড়ি। মহিষাদল রাজবাড়ির ফুলবাগ প্যালেস। ফুলবাগ প্যালেসের ভেতর রয়েছে মিউজিয়াম।

advertisement

রাজবাড়ির কুল দেবতা গোপাল জিউর মন্দির ছাড়াও রয়েছে রাজবাড়ির বিখ্যাত আমবাগান। বর্তমানে মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে রাজবাড়ি চত্তরের পুকুরে বোটিং-এর ব্যবস্থা করা হয়েছে। আদুরেই রয়েছে মহাত্মা গান্ধির স্মৃতিধন্য গান্ধি কুটির। রাজবাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে রয়েছে গেঁওখালি। এছাড়াও গেঁওখালির রাস্তায় কাছে-পিঠে আছে পর্তুগিজ পাড়া। ২৫ডিসেম্বর ও ১ জানুয়ারিতে এই পর্তুগিজ পাড়াএকেবারে ভিন্নরূপে সেজে ওঠে।

advertisement

রাতে থাকার ব্যবস্থা রয়েছে। ৬ জনের সুইট, ৩ শয্যার ঘর ও ২ শয্যার ঘর আছে। ভাড়া পড়বে ৫-৮ হাজার টাকা। প্রাতরাশ কমপ্লিমেন্টারি, সকাল থেকে বিকেল অবধি থাকারও ব্যবস্থা রয়েছে। তবে তা নিয়ে সরাসরি কথা বলে নেওয়াই ভাল সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে। ৯৮৩০৫৪৭৭৫৯ নম্বরে ফোন করলে সব রকম সাহায্য পাবেন।

বর্তমান কর্মব্যস্ততার যুগে হাতে সময় বড় কম। তবুও মন চায় কাছে পিঠে পরিবার বা বন্ধু-বান্ধবের সঙ্গে পিকনিক বা ঘুরে বেড়ানোর আনন্দ নিতে। ফলে একবেলা বা একদিনে ঘুরে বেড়ানো বা পিকনিকের জন্য মহিষাদল রাজবাড়ি একটি আদর্শের জায়গা।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Holiday Tips: শীতের রাজকীয় আনন্দ পেতে বেড়াতে আসুন মহিষাদল রাজবাড়ি! খরচ কত? কী ভাবে যাবে সব জানুন এক ক্লিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল