Blood Sugar Control Tips: সুগারের রোগীদের পাতে এই 'লাল' পাতা মাস্ট...! খেলেই হুড়মুড়িয়ে নামবে ব্লাড সুগার, 'সত্যি' জানেন না অনেকেই, জানুন ডাক্তারের মত!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Blood Sugar Control Tips: ডাক্তাররা প্রায়শই ডায়াবেটিস রোগীদের কম গ্লাইসেমিক সূচকযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেন যাতে রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি না হয়। কিন্তু জানেন কী কোন কোন খাবারের গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম? আর এই তালিকায় শুরুর দিকে আছে...
advertisement
advertisement
লাল শাক নিঃসন্দেহে এই শাকের বিশেষ রঙের কারণে মনোযোগ আকর্ষণ করে। রান্নার পর এর রং গাঢ় লাল হয়ে যায়, যা ভাতে মাখলে ভাত পর্যন্ত লাল হয়ে যায়। তাই সাধারণ ভাষায় রেড স্পিনাচকে লাল শাক বলা হয়। তবে এর গুরুত্ব শুধু রঙেই সীমাবদ্ধ নয়। এই সবজিটি আসলে স্বাস্থ্য বৈশিষ্ট্যের খনি এবং অনেক শারীরিক সমস্যার চিকিৎসায় ভেষজ হিসেবে কাজ করে।
advertisement
বিশেষজ্ঞরা মনে করেন, লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাছাড়া এতে রয়েছে আয়রন, যা রক্তাল্পতার মতো সমস্যা সমাধানে দারুণ সাহায্য করে। শুধু তাই নয়, এই সবজিটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরে প্রদাহ এবং ক্যানসারের মতো মারাত্মক রোগ প্রতিরোধ করে।
advertisement
advertisement
advertisement
advertisement
লাল শাকের মধ্যে রয়েছে অ্যান্থোসায়ানিন অ্যান্টিঅক্সিডেন্ট যার উপস্থিতির কারণে পালং শাকের রং লাল হয়ে যায়। একটি সর্বভারতীয় দৈনিকের সাক্ষাৎকারে, জিন্দাল নেচারকেয়ার ইন্সটিটিউটের ডায়েটিশিয়ান সুষমা পিএস বলেন, "লাল পালং শাক ডায়াবেটিস রোগীদের জন্য নানাভাবে উপকারী।" চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
advertisement
advertisement