প্রসঙ্গত, এই জ্বর একপ্রকার জিনঘটিত। তড়কা জ্বর কোনও কোনও পরিবারে থাকে, এটা জিন ঘটিত রোগ। এই জ্বর হলে নানা উপসর্গ দেখা যায়। যেমন এই জ্বর হলে বাচ্চারা ভুল বকতে থাকে, সেখান থেকে খিচুনির মতো হয়।
আরও পড়ুন: থাইরয়েডে অস্বাভাবিক বৃদ্ধি! ক্যানসার নাকি অন্য কিছু, বুঝবেন কী ভাবে, রইল বিশেষজ্ঞের টিপস
advertisement
আরও পড়ুন: ডায়েট বৃথা! উদ্বেগ বাড়াচ্ছে ওবেসিটি আর ডায়াবেটিস, সমাধান কী, জানাচ্ছেন বিশেষজ্ঞ
তবে এই রোগ থেকে বাচ্চাদের কী ভাবে নিরাময় সম্ভব, তার উপদেশ দিলেন চিকিৎসক। এই জ্বরের চিকিৎসা হচ্ছে সামান্য জলে গা-হাত মুছে দেওয়া। জ্বর এলে প্যারাসিটামল ট্যাবলেট খাওয়ানো এবং জ্বর কমানো।
এই তরকা জ্বর পাঁচ থেকে সাত বছর পর্যন্ত থাকে। তারপর নিজে থেকে সেরে যায়। স্বাভাবিকভাবে এই জাতীয় জ্বর হলে সাবধানতা অবলম্বন করলে শিশুদের কোনও বিধ সমস্যা হয় না।
রঞ্জন চন্দ