Health Tips: থাইরয়েডে অস্বাভাবিক বৃদ্ধি! ক্যানসার নাকি অন্য কিছু, বুঝবেন কী ভাবে, রইল বিশেষজ্ঞের টিপস
- Published by:Sanchari Kar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Health Tips: থাইরয়েড গ্রন্থি অনেকটা প্রজাপতি আকৃতির। এটি ঘাড়ের কাছে থাকে। এই গ্রন্থি থেকে উৎপাদিত হরমোন বিপাক, হৃদস্পন্দন এবং শরীরের অন্য নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক্রমশ বাড়ছে থাইরয়েডের সমস্যা। এই বিশেষ গ্রন্থিটি মানুষের শরীরে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর কার্যকারিতার ভারসাম্য নষ্ট হলেই বিপত্তি। তার উপর থাইরয়েড গ্রন্থিতে কোনও অতিরিক্ত স্ফীতি বা নোডুলস তৈরি হলে আরও মুশকিল। এই বৃদ্ধি কি সব সময়ই ক্যানসারের চিহ্ন নাকি, তা নয়। জেনে নেওয়া যাক এইচসিজি ক্যানসার সেন্টার, ভাদোদরার মেডিক্যাল অঙ্কোলজিস্ট ডা. জয়কুমার পটেলের কাছ থেকে।

জয়কুমার পটেল জানান, থাইরয়েড গ্রন্থি অনেকটা প্রজাপতি আকৃতির। এটি ঘাড়ের কাছে থাকে। এই গ্রন্থি থেকে উৎপাদিত হরমোন বিপাক, হৃদস্পন্দন এবং শরীরের অন্য নানা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
থাইরয়েড নোডুলস কী?
ছোট, তরল ভরা শক্ত পিণ্ড তৈরি হতে পারে গ্রন্থির গায়ে, এটি অস্বাভাবিক। কোনও অস্বস্তি না হলে এটি ক্ষতিকারক নয়। গবেষণায় দেখা গিয়েছে, ৫০ বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। মহিলাদের মধ্যেই বেশি। আকারে খুব ছোট হওয়ায় প্রায় কোনও লক্ষণ দেখাই যায় না। শারীরিক পরীক্ষার মাধ্যমে বা নিডল বায়োপসি, আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানের সাহায্য ধরা পড়তে পারে।
advertisement
প্রাথমিক ভাবে থাইরয়েড নোডুল নন-ক্যানসারাস হলে সিটি স্ক্যান করলে দেখা যায় এগুলি সিস্টের মতো, মসৃণ ও সুনির্দিষ্ট আকারের। কিন্তু অনেক সময়ই এগুলি ক্যানসারযুক্ত হতে পারে। তা আলাদা করে সনাক্ত করা কঠিন
প্রযুক্তি কৌশলের সাহায্যে বোঝা যেতে পারে ওই স্ফীতি ক্যানসারযুক্ত নাকি নয়।
আল্ট্রাসাউন্ড:
প্রাথমিক পদ্ধতিই হল আল্ট্রাসাউন্ড। এর মাধ্যমে নোডুউলের আকার, আকৃতি এবং প্রকৃতি সবই নির্ধারণ করা যায়। তবে তা সঠিকভাবে ক্যানসার সনাক্ত করতে পারে না।
advertisement
FNA বায়োপসি:
মাইক্রোস্কোপিক বিশ্লেষণের ফাইন-নিডেল অ্যাসপিরেশন (FNA) বায়োপসি-র মাধ্যমে নোডুলের কোষ পরীক্ষা করা হয়। একটি অতি-সূক্ষ্ম সূঁচের সাহায্যে কোষের নমুনা পরীক্ষা করা হয়।
advertisement
মলিকিউলার পরীক্ষা:
সঠিক নির্ণয়ের জন্য এবং ওই নোডুলের জেনেটিক পরিবর্তন বোঝার জন্য, আণবিক পরীক্ষা করা হয়।
নির্ণয়ের উপর নির্ভর করে, থাইরয়েড নোডুলসের জন্য বিভিন্ন চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রাথমিক ভাবে বিনাইন বা নন-ক্যানসারাস হলেও তা নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে। আর যদি তা ম্যালিগন্যান্ট হয়, অবিলম্বে চিকিৎসা প্রয়োজন।
আকার বা চেহারার যেকোনও পরিবর্তন নিরীক্ষণ করার জন্য, থাইরয়েড নোডুলস-সহ সমস্ত রোগীর জন্য নিয়মিত ফলো-আপ প্রয়োজন। ক্যানসারযুক্ত নোডুল অপসারণের পরে রোগীকে অন্য কোনও নতুন বৃদ্ধি হচ্ছে কিনা তা নজরে রাখতে হবে।
advertisement
সাধারণত বেশিরভাগ থাইরয়েড নোডুলই বিনাইন হয়ে থাকে। তবে চিকিৎসা করিয়ে নেওয়া প্রয়োজন। ঘাড়ে কোনও অস্বাভাবিকতা, ফোলা ভাব থাকলে থাইরয়েড নোডিউলের ঝুঁকি থাকতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2023 6:49 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health Tips: থাইরয়েডে অস্বাভাবিক বৃদ্ধি! ক্যানসার নাকি অন্য কিছু, বুঝবেন কী ভাবে, রইল বিশেষজ্ঞের টিপস