মেদিনীপুর শহরের অনতি দূরে রয়েছে এমন এক অফবিট জায়গা, যা আপনি হয়ত জানতেনই না। নদীর পাড়ের এক সুন্দর জায়গা যা আপনার বিকেলের সময় কাটানোর জন্য পারফেক্ট। প্রিয় মানুষকে নিয়ে একটা বিকেল নিমেষে কাটানো যাবে। কংসাবতী নদী তীরবর্তী এমন একটি সুন্দর জায়গা। দিনের শেষে কংসাবতী নদীর এক কিনারে সূর্যাস্ত মন ভাল করে দেবে। শুধু তাই নয়, ভরা নদীর উপর খেয়া পারাপার, ছবির মত ধরা দেবে আপনার মনে।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! জন্মাষ্টমীতে জমজমাট ‘এই’ সর্বজনীনের খুঁটি পুজো
পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরের মূল শহর থেকে কিছুটা দূরে লছমাপুর সংলগ্ন এই বেনাডিহি ঘাট। প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারবেন এখানে এসে। সারাদিনের অফিসের কচকচানি, ব্যস্ততা ছেড়ে প্রকৃতি এবং সবুজের সঙ্গে মিশে যেতে পারবেন। নেই কোনও চিৎকার, কোলাহল, নদীর প্রবাহ এবং রাঙা সূর্যাস্ত এক আলাদা অনুভূতি দেবে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/7sLT57WhgkLNQ3ms5
তাই যারা সপ্তাহ শেষে ঘুরে আসার প্ল্যান করছেন কিংবা একটা বিকেল পরিবার বা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে চাইছেন, তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই জায়গা। শান্ত নিরিবিলি পরিবেশ এক আলাদা প্রশান্তি দেবে। কলকাতা থেকে খড়গপুর যাওয়ার পথে মাদপুর সংলগ্ন লছমাপুর, মুম্বাই গামী জাতীয় সড়ক থেকে সামান্য কিছুটা দূরে এই ঘাট। একদিনে ঘুরে দেখতে পারেন।