TRENDING:

Weekend Trip: নদীর জলে পা ভিজিয়ে প্রিয়জনের সঙ্গে কাটবে সময়, ছুটিতে আসুন বেনাডিহি ঘাট

Last Updated:

Weekend Trip: সারাদিনের অফিস করে ক্লান্ত! বিকেলে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে চাইছেন? ঘুরে দেখুন খড়্গপুরের এই জায়গা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সারাদিনের ব্যস্ততার পর সকলে একটু জিরিয়ে নিতে চায় বিকেল বেলা। পরিবার-পরিজন কিংবা প্রিয় মানুষের সঙ্গে একটা বিকেল কাটান যেতেই পারে এই জায়গায়। প্রকৃতির নিজস্বতা এবং অপরূপ সৌন্দর্য আপনাকে অবাক করবে। শুধু তাই নয় প্রিয় মানুষের সঙ্গে একটা বিকেল কাটাতে পারবেন এখানে। কলকাতা শহর থেকে মাত্র সামান্য কিছুটা দূরে এবং মেদিনীপুর ও খড়গপুর শহরের পাশে এই জায়গা। নদীর স্রোতের কলতান এবং ঝাঁক ঝাঁক পাখির উড়ে যাওয়া এক আলাদা আনন্দ দেবে আপনাকে। তাই, বিকেলের প্রিয় ডেস্টিনেশন হোক এই জায়গা। মন ভরে ছবি তুলতে পারবেন, কখন যে সময় কেটে যাবে বুঝতে পারবেন না।
advertisement

মেদিনীপুর শহরের অনতি দূরে রয়েছে এমন এক অফবিট জায়গা, যা আপনি হয়ত জানতেনই না। নদীর পাড়ের এক সুন্দর জায়গা যা আপনার বিকেলের সময় কাটানোর জন্য পারফেক্ট। প্রিয় মানুষকে নিয়ে একটা বিকেল নিমেষে কাটানো যাবে। কংসাবতী নদী তীরবর্তী এমন একটি সুন্দর জায়গা। দিনের শেষে কংসাবতী নদীর এক কিনারে সূর্যাস্ত মন ভাল করে দেবে। শুধু তাই নয়, ভরা নদীর উপর খেয়া পারাপার, ছবির মত ধরা দেবে আপনার মনে।

advertisement

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উমার আরাধনা! জন্মাষ্টমীতে জমজমাট ‘এই’ সর্বজনীনের খুঁটি পুজো

পশ্চিম মেদিনীপুরের রেল শহর খড়্গপুরের মূল শহর থেকে কিছুটা দূরে লছমাপুর সংলগ্ন এই বেনাডিহি ঘাট। প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে পারবেন এখানে এসে। সারাদিনের অফিসের কচকচানি, ব্যস্ততা ছেড়ে প্রকৃতি এবং সবুজের সঙ্গে মিশে যেতে পারবেন। নেই কোনও চিৎকার, কোলাহল, নদীর প্রবাহ এবং রাঙা সূর্যাস্ত এক আলাদা অনুভূতি দেবে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/7sLT57WhgkLNQ3ms5

advertisement

আরও পড়ুন: কোনওটা টেরাকোটা, কোনওটা পঞ্চরত্ন…বিষ্ণুপুর নয়, কলকাতার খুব কাছে এই জায়গায় রয়েছে অপূর্ব মন্দির! পাশেই নদী, ইতিহাস-প্রকৃতির মাঝে ঘোরার আদর্শ জায়গা

তাই যারা সপ্তাহ শেষে ঘুরে আসার প্ল্যান করছেন কিংবা একটা বিকেল পরিবার বা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে চাইছেন, তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই জায়গা। শান্ত নিরিবিলি পরিবেশ এক আলাদা প্রশান্তি দেবে। কলকাতা থেকে খড়গপুর যাওয়ার পথে মাদপুর সংলগ্ন লছমাপুর, মুম্বাই গামী জাতীয় সড়ক থেকে সামান্য কিছুটা দূরে এই ঘাট। একদিনে ঘুরে দেখতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: নদীর জলে পা ভিজিয়ে প্রিয়জনের সঙ্গে কাটবে সময়, ছুটিতে আসুন বেনাডিহি ঘাট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল