Travel: কোনওটা টেরাকোটা, কোনওটা পঞ্চরত্ন...বিষ্ণুপুর নয়, কলকাতার খুব কাছে এই জায়গায় রয়েছে অপূর্ব মন্দির! পাশেই নদী, ইতিহাস-প্রকৃতির মাঝে ঘোরার আদর্শ জায়গা

Last Updated:

বাঁকুড়া কিংবা বর্ধমান জেলা ছাড়িয়ে এত সংখ্যক মন্দিরের অবস্থান আপনাকে অবাক করবে। শুধু তাই নয় বিভিন্ন মন্দিরের গঠনরীতি এবং এই মন্দিরগুলোর ইতিহাস ভাবিয়ে তুলবে সকলকে।

+
মন্দিরময়

মন্দিরময় পাথরা

মেদিনীপুর, রঞ্জন চন্দ: মন্দির মানেই শুধু বিষ্ণুপুর! মন্দির দেখার ইচ্ছে থাকলে সকলেই একবার বাঁকুড়ার বিষ্ণুপুর ঘুরে আসে। বিভিন্ন আদলে এবং টেরাকোটার ছোঁয়া থাকে এই মন্দিরগুলোতে। তবে জানেন কি কেবল বাঁকুড়া নয়, জঙ্গলমহলের এই জেলায় রয়েছে একটা গ্রাম যেখানে সারি দিয়ে শুধুই মন্দির। মন্দির নগরীর নাম শুনলে প্রথমেই মনে আসে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর কিংবা বর্ধমান জেলা।এই জেলার একটি গ্রাম বিখ্যাত মন্দিরনগরী হিসেবে। পশ্চিম মেদিনীপুর জেলারও একটি গ্রামে রয়েছে একাধিক মন্দির।
শুধু মন্দির হিসেবে যে বিখ্যাত তা নয়, নদীর পাড়ে সুপ্রাচীন মন্দির এবং তার গঠনশৈলী ও ইতিহাস গোটা দেশের কাছে অনন্য নিদর্শন। একাধিক শিল্পরীতি এবং গঠনরীতির এই মন্দিরগুলো। বিভিন্ন মন্দিরে টেরাকোটার আদল থেকে বিভিন্ন ধরনের শিল্পকলা ফুটে উঠেছে।
আরও পড়ুন: মলমূত্রের ব্রিফকেস থেকে পরমাণু স‍্যুটকেস! রাশিয়ার প্রেসিডেন্টকে কীভাবে রক্ষা করেন তাঁর নিরাপত্তারক্ষীরা? পুতিনের বডিগার্ডদের কাছে কী কী থাকে জানলে চমকে যাবেন
পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে সামান্য কিছুটা দূরেই অবস্থিত মন্দিরময় পাথরা গ্রাম। ছোট্ট এই গ্রামে দেউল, রত্ন, দালান প্রায় সমস্ত রীতিরই মন্দির দেখা যায়। গ্রামে প্রবেশ করলে আপনি লক্ষ্য করতে পারবেন একাধিক মন্দির, সংখ্যাটা প্রায় তিরিশেরও অধিক। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। তার পাশেই এক কালে গড়ে উঠেছে এত সংখ্যক মন্দির।
advertisement
advertisement
কোনও মন্দির টেরাকোটা শিল্প রীতিতে নির্মিত, কোনওটি পঞ্চরত্ন মন্দির, আবার কোনওটি দেউল রীতির আদলে নির্মিত। স্বাভাবিকভাবে বিভিন্ন শিল্পরীতি ফুটে উঠেছে একাধিক মন্দিরে। চলাচলের রাস্তার দুপাশেই চোখে পড়বে এত সংখ্যক মন্দির।
প্রসঙ্গত, এলাকার জমিদার হিসেবে পরিচিত ছিল মজুমদার পরিবার। তাদের পৃষ্ঠপোষকতায় একাধিক মন্দির গঠিত হয় বলেই জানা যায়। কংসাবতী নদীর পাড়েই এই গ্রামে রয়েছে ধর্মরাজ মন্দির, দক্ষিণমুখী এই মন্দিরটির টেরাকোটার আদলে নির্মিত হলেও বর্তমানে টেরাকোটার কোনও চিহ্ন নেই। পাশেই রয়েছে নবরত্ন মন্দির।
advertisement
ত্রিখিলান বিশিষ্ট প্রায় ৫৫ ফুট উচ্চতার এই মন্দির। সঙ্গে রয়েছে নবরত্ন মন্দিরের সমতল ছাদ বিশিষ্ট চারটি মন্দির। পাশেই রয়েছে তুলসী মঞ্চ। রয়েছে দালান কোঠা, এছাড়াও রয়েছে আটচালা শিব মন্দির পঞ্চরত্ন মন্দির-সহ একাধিক মন্দির। রয়েছে ভগ্নপ্রায় দুর্গা দালানও। তবে বাঁকুড়া কিংবা বর্ধমান জেলা ছাড়িয়ে এত সংখ্যক মন্দিরের অবস্থান আপনাকে অবাক করবে। শুধু তাই নয় বিভিন্ন মন্দিরের গঠনরীতি এবং এই মন্দিরগুলোর ইতিহাস ভাবিয়ে তুলবে সকলকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Travel: কোনওটা টেরাকোটা, কোনওটা পঞ্চরত্ন...বিষ্ণুপুর নয়, কলকাতার খুব কাছে এই জায়গায় রয়েছে অপূর্ব মন্দির! পাশেই নদী, ইতিহাস-প্রকৃতির মাঝে ঘোরার আদর্শ জায়গা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৭ অক্টোবর- ২ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement