কলকাতা থেকে খুব কাছেই মেদিনীপুর শহর সংলগ্ন এই জায়গা। মেদিনীপুর শহর এবং খড়গপুরকে আলাদাভাবে ভাগ করেছে কংসাবতী নদী। এই নদীর মোহনপুর এলাকায় রয়েছে অ্যানিকেট ড্যাম। যা সরকারিভাবে তৈরি একটি জলাধার। যেখানে কংসাবতী নদীর জলকে আটকে রাখা হয়। তবে ভরা নদীর জল একটি পাশ দিয়ে গড়িয়ে পড়ার দৃশ্য সারা বছরই থাকে, তবে বর্ষার এই মরশুমে আরও মোহনীয় রূপ ধারণ করে। জল বাড়লে বেগ নিয়ে জল গড়িয়ে পড়া যেন এক আলাদা আনন্দের সৃষ্টি করে মনের মধ্যে। শুধু তাই নয়, অফিসের চাপ কিংবা সাংসারিক নানা ঘটনা এড়িয়ে বিকেলটা বেশ ভালো কাটবে এখানে।
advertisement
আরও পড়ুন: তুমুল ঝড়-বৃষ্টির মাঝেই বজ্রপাত! বাবার সামনে ছেলের লাশ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এলাকা
যেন পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণার জল। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে ছবি তুলছেন এখানে। বিকেলের পরিবেশ এবং নদীর এক কিনারে সূর্যাস্ত উপভোগ করছেন সকলে। শুধু তাই নয়, নদীতে জাল ফেলে মাছ ধরার সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারবেন এখানে। কলকাতার খুব কাছেই এই জায়গা বিকেলে ঘুরে দেখার জন্য পারফেক্ট।
আরও পড়ুন: মহিষ খুঁজতে জঙ্গলে দুই ভাই, সামনে সাক্ষাৎ যমদূত, তারপর যা ঘটল…
প্রতিদিন শতাধিক মানুষ ভিড় জমান এখানে। পরিবার-পরিজন, বাড়ির ছোট ছেলে মেয়ে কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে আসেন বহু মানুষ। ছবি তুলেন দিনের শেষ সূর্যাস্তের। নীল আকাশ, মাঝে শান্ত কংসাবতী এবং নদীর এক কিনারে সূর্যাস্ত যেন আলাদা আনন্দ দেয়।
রঞ্জন চন্দ