TRENDING:

Travel: টইটম্বুর কংসাবতী, গড়িয়ে পড়া জল যেন ঝর্ণার রূপ, বৃষ্টির দিনে সপ্তাহান্ত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন অ্যানিকেট ড্যাম

Last Updated:

Weekend Tour: সপ্তাহান্তে ঘোরার অন্যতম ডেস্টিনেশন। মেদিনীপুর শহরের খুব কাছেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই স্থান। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরত্ব অ্যানিকেট ড্যামের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: এই গরমে ক্লান্ত? নিজেকে একটু রেহাই দিতে চাইছেন? অফিসের কাজের পর কিংবা বিকেলে একটু আড্ডা মারতে চান? আপনার জন্য মেদিনীপুর শহরেই রয়েছে, এমন একটি সুন্দর জায়গা। সন্ধ্যা পর্যন্ত কাটাতে পারবেন সেখানে। নদীর শান্ত স্নিগ্ধ বাতাস, আর এক কিনারে সূর্যাস্ত এক আলাদা আনন্দ দেবে আপনাকে। সঙ্গে অফিসের সেই একঘেয়ে জীবন ছেড়ে একাত্ম হতে পারবেন পরিবেশের সঙ্গে। সঙ্গে শান্তভাবে বাঁধ বেয়ে গড়িয়ে পড়া জলরাশি যেন ছোট ঝর্ণার এক রূপ। তাই যারা দিনশেষে ঘুরে আসার প্ল্যান করছেন কিংবা সারাদিনের চাপ থেকে নিজেকে একটু রেহাই দিতে চাইছেন, তারা ঘুরে দেখতে পারেন এই জায়গা। অন্তত বিকেলে এসে কিছুক্ষণ সময় কাটালে আলাদা আনন্দ মিলবে। দিনের সূর্যাস্তটা এখানে উপভোগ করুন, ছবি তুলুন বেশ কিছু। স্মৃতিতে থাকবে আজীবন।
advertisement

কলকাতা থেকে খুব কাছেই মেদিনীপুর শহর সংলগ্ন এই জায়গা। মেদিনীপুর শহর এবং খড়গপুরকে আলাদাভাবে ভাগ করেছে কংসাবতী নদী। এই নদীর মোহনপুর এলাকায় রয়েছে অ্যানিকেট ড্যাম। যা সরকারিভাবে তৈরি একটি জলাধার। যেখানে কংসাবতী নদীর জলকে আটকে রাখা হয়। তবে ভরা নদীর জল একটি পাশ দিয়ে গড়িয়ে পড়ার দৃশ্য সারা বছরই থাকে, তবে বর্ষার এই মরশুমে আরও মোহনীয় রূপ ধারণ করে। জল বাড়লে বেগ নিয়ে জল গড়িয়ে পড়া যেন এক আলাদা আনন্দের সৃষ্টি করে মনের মধ্যে। শুধু তাই নয়, অফিসের চাপ কিংবা সাংসারিক নানা ঘটনা এড়িয়ে বিকেলটা বেশ ভালো কাটবে এখানে।

advertisement

আরও পড়ুন: তুমুল ঝড়-বৃষ্টির মাঝেই বজ্রপাত! বাবার সামনে ছেলের লাশ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এলাকা

যেন পাথরের গা বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণার জল। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে ছবি তুলছেন এখানে। বিকেলের পরিবেশ এবং নদীর এক কিনারে সূর্যাস্ত উপভোগ করছেন সকলে। শুধু তাই নয়, নদীতে জাল ফেলে মাছ ধরার সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে পারবেন এখানে। কলকাতার খুব কাছেই এই জায়গা বিকেলে ঘুরে দেখার জন্য পারফেক্ট।

advertisement

View More

আরও পড়ুন: মহিষ খুঁজতে জঙ্গলে দুই ভাই, সামনে সাক্ষাৎ যমদূত, তারপর যা ঘটল…

প্রতিদিন শতাধিক মানুষ ভিড় জমান এখানে। পরিবার-পরিজন, বাড়ির ছোট ছেলে মেয়ে কিংবা বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে আসেন বহু মানুষ। ছবি তুলেন দিনের শেষ সূর্যাস্তের। নীল আকাশ, মাঝে শান্ত কংসাবতী এবং নদীর এক কিনারে সূর্যাস্ত যেন আলাদা আনন্দ দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: টইটম্বুর কংসাবতী, গড়িয়ে পড়া জল যেন ঝর্ণার রূপ, বৃষ্টির দিনে সপ্তাহান্ত কাটানোর পারফেক্ট ডেস্টিনেশন অ্যানিকেট ড্যাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল