Two Brothers Story: মহিষ খুঁজতে জঙ্গলে দুই ভাই, সামনে সাক্ষাৎ যমদূত, তারপর যা ঘটল...

Last Updated:

ঘরের মহিষ খুঁজতে চলে যান জঙ্গলে, সামনে দাঁড়িয়ে বিশালাকার জন্তু, তারপরই ঘটল অঘটন...

News18
News18
পশ্চিম মেদিনীপুর: দুই ভাই মিলে বাড়ির মহিষ খুঁজতে গেছিলেন জঙ্গলে। তবে সামনে দাঁড়িয়েছিল সাক্ষাত যমদূত। ভাইয়ের চোখের সামনে মর্মান্তিক পরিণতি দাদার। আশঙ্কাজনক ভাইও। মহিষ খুঁজতে গিয়ে দলছুট হাতির হামলায় মৃত্যু দাদার, আশঙ্কাজনক ভাই, শোকের ছায়া শালবনীতে। গুরুতর জখম ভাইয়ের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই নিয়ে একাধিক মৃত্যু জেলাজুড়ে। পরিবারের পাশে থাকার আশ্বাস বন বিভাগের। ইতিমধ্যে মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়।
বাড়ির গৃহপালিত মহিষ খুঁজতে বেরিয়ে দলছুট দাঁতালের মুখোমুখি হন দুই ভাই। দলছুট দাঁতালের হামলায় প্রাণ হারালেন দাদা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভাই। মঙ্গলবার রাত্রি ১০টা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আড়াবাড়ি রেঞ্জের মিরগা বিটের অধীন শালবনী থানার বাঘপিছলা গ্রামে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। অপরদিকে, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বন দফতর।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
পুলিশ ও বনদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শালবনী ব্লকের বাঘপিছলা গ্রামের বাসিন্দা বঙ্কিম মাহাত (৫২) এবং তাঁর ভাই কালীপদ মাহাত (৪৫) তাঁদের একটি মহিষের খোঁজে বেরিয়েছিলেন। খুঁজতে খুঁজতে গ্রাম সংলগ্ন জঙ্গলে (মহুলবনীর জঙ্গলে) পৌঁছে গিয়েছিলেন তাঁরা। সেখানেই একটি দলছুট দাঁতালের একেবারে মুখোমুখি হয়ে যান দু’ভাই। দাঁতালের আক্রমণে গুরুতর জখম হন দু’জনই।
advertisement
তাঁদের চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যান শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা বঙ্কিম মাহাত (৫২)-কে মৃত ঘোষণা করেন। তাঁর ভাই কালীপদ মাহাত-কে আশঙ্কাজনক অবস্থায় রাত্রি ১১টা নাগাদ স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
আড়াবাড়ি রেঞ্জের রেঞ্জ অফিসার বাবলু মান্ডি বলেন, “ওখানে যে একটি দলছুট হাতি অবস্থান করছিল তা ওঁরা জানতেন না। হঠাৎই হাতির মুখোমুখি হলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। বন দফতর পরিবারের পাশে থাকবে। সরকারি নিয়ম মেনে চব্বিশ ঘণ্টার মধ্যেই মৃতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে। সেইসঙ্গে নিয়ম অনুযায়ী পরিবারের একজন হোমগার্ডের চাকরিও পাবেন। আহত ব্যক্তির চিকিৎসার বিষয়েও বন দফতর সাহায্যের হাত বাড়িয়ে দেবে।”
advertisement
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Two Brothers Story: মহিষ খুঁজতে জঙ্গলে দুই ভাই, সামনে সাক্ষাৎ যমদূত, তারপর যা ঘটল...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement