West Medinipur News: তুমুল ঝড়-বৃষ্টির মাঝেই বজ্রপাত! বাবার সামনে ছেলের লাশ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এলাকা
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
পরপরই ঘটল অঘটন, একই এলাকায় দুই যুবকের মৃত্যু
পশ্চিম মেদিনীপুর: বিকেল হলেই সাজছে মেঘ। জেলাজুড়ে চলছে বিক্ষিপ্ত বৃষ্টি। তার সঙ্গে বজ্রপাত ও বিদ্যুতের ঝলক। আর যে কারণে প্রতিদিন ঘটছে অঘটন। পরপর দুদিনে একই এলাকায় বাজ পড়ে মৃত্যু হল দুজনের। মাঠে বাদাম তোলার কাজ করতে গিয়ে মঙ্গলবার ও বুধবার বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। মাঠে কাজ করতে যাওয়া কাল হয়েছে দুজনের। একই এলাকায় দুদিনে দুটি ঘটনা। কমবয়সী দুই তরতাজা যুবকের প্রাণ কেড়ে নিল প্রাণঘাতী এই বজ্রবিদ্যুৎ।
বুধবার সকাল থেকেই ছিল ভ্যাপসা গরম। দুপুর গড়াতেই জেলা জুড়ে কালো হয়ে আকাশ। জেলার বিভিন্ন জায়গায় শুরু হয় ঝড়বৃষ্টি। জেলার দাঁতন এক, দাঁতন দুই, মোহনপুর, নারায়ণগড় এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। সঙ্গে বজ্রপাতও। বুধবার দুপুরে হরিপুর পঞ্চায়েতের জুনিয়া এলাকায় মাঠে বাদাম তুলতে গিয়েছিলেন রাজকুমার দুয়ারি (৪৫)। তার বাড়ি দাঁতন থানার তুরকা গ্রাম পঞ্চায়েতের নারায়ণচক এলাকায়। তিনি জুনিয়া এলাকায় মাঠে বাদাম তোলার কাজে গিয়েছিলেন এদিন। দুপুরে হঠাৎই কালো মেঘ ছেয়ে যায় আকাশে। বৃষ্টির আগেই বাজ পড়া শুরু হয়। তখনই আহত হন তিনি। মাঠে কাজ করা অন্যান্যরা স্থানীয়রা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
ঠিক আগের দিনও মাঠে কাজের সময় বাজ পড়ে মৃত্যু হয় এক যুবকের। মঙ্গলবার বিকেলে দাঁতন দুই ব্লকের হরিপুর পঞ্চায়েতের জলগোদা এলাকার ঘটনা। পুলিশ জানাচ্ছে, মৃত্যু হয়েছে অরূপ দাস (২৫) নামে যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে বাবা কালীপদ দাসের সঙ্গে ছেলেও মাঠে বাদাম তোলার কাজে গিয়েছিলেন। মাঠে বাদাম তোলার কাজ চলছিল। অনেকেই মাঠে ছিলেন। বিকেলে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। তখনই বাজ পড়ে। বাবার চোখের সামনে ছেলের মৃত্যু হয়। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন, গরমের সময় হঠাৎ করেই কালবৈশাখী শুরু হয়, বুঝে ওঠার আগেই মেঘের সঞ্চার হয় এবং শুরু হয় ঝড় বৃষ্টি। যদিও দুদিনে এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 05, 2025 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: তুমুল ঝড়-বৃষ্টির মাঝেই বজ্রপাত! বাবার সামনে ছেলের লাশ! মর্মান্তিক ঘটনার সাক্ষী এলাকা









