Walking Before or After Food: খাওয়ার পরে না আগে হাঁটবেন? কার শরীরে কোনটা উপকারী? ব্লাড সুগার নিয়ন্ত্রণ ও সুস্থ থাকতে জেনে রাখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Walking Before or After Food: দুপুর বা রাতে ভরপেট খাওয়ার পরে যদি কেউ দশ মিনিট হাঁটেন, রক্তের মধ্যে শর্করা ধীরে ধীরে নির্গত হবে। কিন্তু কারা খাবার খাওয়ার আগে হাঁটবেন? জানুন জরুরি কথা...
advertisement
advertisement
advertisement
advertisement
ডক্টর মিল্টন বিশ্বাসের মতে, ওজন বাড়ছে ক্রমশ? হেঁটে নিন খাবার আগে। খালি পেটে বা স্বল্প পরিমাণ কার্বোহাইড্রেট কিংবা প্রোটিনযুক্ত খাবার খেয়ে হাঁটলে মেদ বা চর্বি গলে দ্রুত। হাঁটার জন্য শক্তির দরকার হয়। খালি পেটে বা খুব অল্প খেয়ে শরীচর্চা বা হাঁটাহাটি করলে, শরীরে জমা মেদ থেকেই শক্তি সঞ্চয় করে শরীর। ফলে ফ্যাট কমতে শুরু করে।
advertisement
advertisement
advertisement
খাওয়ার পরে এবং আগে-- দুই ভাবে হাঁটারই যথেষ্ট উপকারিতা রয়েছে। ডায়াবিটিস, গ্যাস-অম্বলের সমস্যা থাকলে খাওয়ার পরে হাঁটা ভাল। আবার যাঁদের খিদে হয় না ঠিকমতো, যাঁরা মেদ ঝরাতে চান, তাঁরা খাওয়ার আগে কিছু ক্ষণ হেঁটে নিতে পারেন। সবচেয়ে ভাল হয় স্বল্প সময়ের জন্য হলেও খাওয়ার আগে এবং পরে, দু’বার যদি হেঁটে নেওয়া যায়।