Who Can Eat Mutton: ডায়েটে মটন বাদ, এক পিসও মুখে তোলেন না? মটনের উপকারিতা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চমকে দেওয়া তথ্য!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যাদের কোলেস্টেরলের মাত্রা খুব বেশি বা যারা হার্টের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য রেট মিট বা মটন খাওয়া নৈবনৈব চ৷ ফলে অনেকে মটন এড়িয়ে চলেনে৷ কিন্তু মটনের বেশ কয়েকটি ভাল গুণ রয়েছে৷ বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে সেই তথ্য৷
advertisement
advertisement
বাঙালির প্রিয় কচি পাঠার ঝোল হোক বা কষা, খাসা এই ডিসে পেট-মন সবই ভরে ৷ তবে বেশিরভাগ বাড়িতে পাঠার মাংসা বা রেড মিট এখন কদাচিত হয়ে থাকে ৷ এক, পাঠার মাংসের দাম অনেকটাই বেশি (৮৫০-৯০০ টাকা প্রতি কেজি), দুই, টেস্টে বেস্ট হলেও খাদ্যগুণে মুরগির থেকে অনেক অংশে পিছিয়ে ৷ বাড়িতে রেট মিট না খাওয়া বা আনার পিছনে দ্বিতীয় কারণটাই অধিকাংশ ক্ষেত্রে গুরুত্ব পায় ৷ তবে গবেষণা বলছে পাঠার গুণ নেহাত কম নয়! খেতেও যেমন সুস্বাদু, গুণেও তেমন ভরপর বাঙালির প্রিয় পাঠার মাংস !(Photo Collected)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement