Sikkim: সিকিমে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? খুব সাবধান! জেনে নিন বড়সড় আপডেট
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
সিকিম সরকার ও মঙ্গন জেলা প্রশাসন এনএইচ–১০ গ্যাংটক–চুংথাং রোডে সতর্কতা জারি করেছে, পর্যটকদের নিরাপদ যাত্রার জন্য ডিজিটাল তথ্য ও বিকল্প রুটের পরামর্শ দিয়েছে।
advertisement
পর্যটন ও বেসামরিক বিমান চলাচল দপ্তরের তরফে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (NHIDCL)-কে চিঠি পাঠিয়ে সিকিম সরকার জানিয়েছে, জাতীয় সড়ক ১০ বারবার বন্ধ হওয়ায় রাজ্যের পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনএইচ–১০ হল সিকিমের মূল জীবনরেখা, যা সেভক হয়ে রংপো, সিংতাম, রানিপুল ও গ্যাংটক পর্যন্ত পৌঁছায়। সাম্প্রতিক সময়ে রক্ষণাবেক্ষণের কাজের জন্য হঠাৎ রাস্তা বন্ধের ঘটনা বেড়ে যাওয়ায় পর্যটক ও স্থানীয়রা চরম সমস্যায় পড়ছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
চিঠিতে প্রশাসন এনএইচআইডিসিএল-কে অনুরোধ করেছে, যেন কোনওভাবেই হঠাৎ রাস্তা বন্ধ না করা হয় এবং আগে থেকেই পর্যাপ্তভাবে জনসাধারণ ও পর্যটন দপ্তরকে জানানো হয়। পাশাপাশি, রাস্তা খোলা ও বন্ধের খবর প্রচারের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপ চালুর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ভ্রমণকারীরা আগে থেকেই রাস্তাঘাটের অবস্থা সম্পর্কে ধারণা পেতে পারেন।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
অন্যদিকে, মঙ্গন জেলার জেলা শাসক অনন্ত জৈনও এক সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে জানানো হয়েছে, গ্যাংটক–চুংথাং রোডের ৮৫.৮ কিলোমিটার এলাকায় বড় ধসের পরিসর এখনো অস্থিতিশীল। হঠাৎ বৃষ্টি বা ভেজা আবহাওয়ায় ওই অঞ্চলে আবারও ধস নামার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসন যাত্রী, পর্যটক ও পরিবহনকর্মীদের ওই রাস্তা দিয়ে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
বর্তমানে সিকিমে যেতে চাইলে পর্যটকদের জন্য নিরাপদ পথ হিসেবে ব্যবহার করা যেতে পারে সেভক–রংপো–সিংতাম–গ্যাংটক রুটটি, যা এনএইচ–১০ এর মূল অংশ হলেও প্রশাসনের পরামর্শ অনুযায়ী রওনা হওয়ার আগে রাস্তায় যান চলাচলের অবস্থা যাচাই করা জরুরি। এছাড়া উত্তর সিকিমমুখী পর্যটকদের জন্য বিকল্প হিসেবে তাশিং–মাঙন–লাচুং/লাচেন রোড খোলা রয়েছে, তবে চুংথাং অঞ্চলে ধসপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সতর্কতা জনস্বার্থে জারি করা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা বা বিপত্তি এড়ানো যায়। সিকিম সরকার আশা প্রকাশ করেছে, এনএইচ–১০ এর রক্ষণাবেক্ষণ ও যাতায়াত ব্যবস্থা যাতে পর্যটন মরশুমে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে কেন্দ্রীয় সংস্থা দ্রুত পদক্ষেপ নেবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য