হ্যাঁ, আমরা কথা বলছি আন্দুলপোতা’র এবং তার এক কাছের, প্রায় অজানা এক জায়গার কথা, যার নাম পূর্ব খড়িডাঙা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমায় অবস্থিত এই অঞ্চল আন্দুলপোতা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে মনোরম অঞ্চল হয়ে উঠছে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দের ঠিকানা। খড়িডাঙায় প্রবেশ করতেই চোখে পড়বে গ্রামীণ সৌন্দর্যের এক অনন্য দৃশ্যপট। রাস্তার দু’ধারে বিস্তৃত সবুজ ধানক্ষেত, নারকেল গাছের সারি, তার পাশে হাঁটছে গ্রামের মানুষজন। রাস্তার দু’পাশে দেখা মিলবে মাছচাষের ভেড়ি, যেগুলোর ওপরে বসে আছে দল বেঁধে আসা পরিযায়ী পাখিরা—তাদের ডানার শব্দ আর জলের হালকা ছলাৎছল শব্দ যেন প্রকৃতির সঙ্গীত। মাঝে মাঝে চোখে পড়বে কৃষ্ণচূড়ার গাছে আগুনরঙা ফুলের ঝাড়, যা পুরো দৃশ্যপটকে করে তোলে আরও রঙিন, আরও প্রাণবন্ত।
advertisement
এই অঞ্চলটির প্রধান আকর্ষণ এর অবিচ্ছিন্ন শান্তি ও প্রকৃতির ঘনিষ্ঠতা। কোনও শহুরে কোলাহল নেই, নেই হর্ণের শব্দ বা যানজটের বিরক্তি। আছে শুধু প্রকৃতির নিজস্ব ছন্দে বয়ে চলা এক সুর, যা আপনাকে স্নিগ্ধতায় মোড়া এক ঘোরে নিয়ে যাবে। আন্দুলপোতার রেশ ধরে খড়িডাঙার টান।
আন্দুলপোতা ইতিমধ্যেই এক জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। বিশাল জলরাশি, নির্জনতা, আঁকাবাঁকা গ্রামীণ রাস্তা আর মাথার উপর মেঘেদের খেলা—সব মিলিয়ে এক জীবন্ত পেইন্টিং যেন! তবে যাঁরা ভিড় এড়িয়ে কিছুটা নিরিবিলি, তুলনামূলকভাবে কম চেনা জায়গা খুঁজছেন, তাঁদের জন্য আদর্শ হতে পারে এই খড়িডাঙা অঞ্চল। এটি আন্দুলপোতার মতোই কিন্তু তুলনায় আরও নির্জন ।
জুলফিকার মোল্যা