TRENDING:

One Day Trip: আম গাছেই বাসা বেঁধেছে দুধরাজ, ঘুরতে গিয়ে দেখে নিতে পারেন সকলেই! 

Last Updated:

One Day Trip: গরমেও যেতে পারেন পূর্বস্থলীর চুপির পাখিরালয়। স্থানীয় আমবাগানেই দেখা মিলছে দারুণ দারুণ পাখির। আমগাছের ডালেই বাসা বেঁধেছে দুধরাজ বা ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। একঝলক দেখলে সত্যিই বেশ ভাল লাগবে সকলেরই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: গরমেও যেতে পারেন পূর্বস্থলীর চুপির পাখিরালয়। স্থানীয় আমবাগানেই দেখা মিলছে দারুণ দারুণ পাখির। আমগাছের ডালেই বাসা বেঁধেছে দুধরাজ বা ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার। একঝলক দেখলে সত্যিই বেশ ভাল লাগবে সকলেরই। প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর জন্য শহুরে কোলাহল থেকে দূরে কোথাও যেতে চাইলে পূর্ব বর্ধমানের চুপি পাখিরালয় হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। বিশেষ করে প্রকৃতি ও পাখিপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতার ঠিকানা।
ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার 
ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার 
advertisement

আরও পড়ুনঃ ঝপাঝপ কমিয়ে দেবে কোলেস্টেরল…! খালি পেটে এই ৩টে জিনিস খান! মুঠোয় থাকবে LDL / HDL

প্রকৃতির সৌন্দর্য, নৌকা বিহার ও পাখিদের কলতানে চুপি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই জায়গা। এখানে দেখতে পাবেন অস্প্রে (Osprey), রেড ক্রেস্টেড প্রচার্ড (Red-crested Pochard), কমন টিল (Common Teal), পিনটেইল ডাক (Pintail Duck), সন্ধ্যা বক (Night Heron), ছোট জলপিপি (Little Cormorant) সহ আরও অনেক পাখি। শুধু পরিযায়ী পাখিই নয়, এখানকার স্থানীয় জলচর পাখির সংখ্যাও উল্লেখযোগ্য। এ কারণে ফটোগ্রাফার ও পাখিপ্রেমীরা সারা বছরই এখানে আসেন। তবে শুধু শীতকাল নয়, গ্রীষ্মেও আসতে পারেন এই জায়গায়।

advertisement

নৌকা মাঝি বাবু শেখ এই বিষয়ে জানিয়েছেন, “সারাবছরই এখন পর্যটক আসছেন। এই গরমেও আসা যেতে পারে। এটাতো আর শহর নয়, এখানে নির্জন পরিবেশ উপভোগ করা যাবে। পাখিও দেখা যাবে। সকালের দিকে নৌকা বিহার করে আনন্দও উপভোগ করা যাবে।”

View More

আরও পড়ুনঃ পিঠে, কেক, খিচুড়ি…! দিঘার জগন্নাথ মন্দিরে নজরকাড়া ৫৬ ভোগ, কী কী আছে জানেন? তাক লেগে যাবে

advertisement

চুপির পাখিরালয় পৌঁছানো খুব সহজ। ট্রেনে বর্ধমান স্টেশনে নেমে সেখান থেকে ট্যাক্সি বা স্থানীয় পরিবহন নিয়ে চুপিতে পৌঁছানো যায়। আবার পূর্বস্থলী স্টেশনে নেমেও খুব সহজেই যাওয়া যাবে। গাড়িতে কলকাতা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরত্ব, যা সড়কপথে ৩-৪ ঘণ্টায় পৌঁছে যাওয়া সম্ভব। কেন চুপির পাখিরালয় ভ্রমণ করবেন?বিরল পরিযায়ী পাখির দেখা মেলে, নৌকা বিহারের দারুণ সুযোগ থাকে,অসাধারণ ফটোগ্রাফির একটা জায়গা, নীরবতা ও প্রকৃতির এক মেলবন্ধন, এছাড়াও সাশ্রয়ী বাজেটে একদিনের ট্রিপের জন্য উপযুক্ত এই জায়গা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
One Day Trip: আম গাছেই বাসা বেঁধেছে দুধরাজ, ঘুরতে গিয়ে দেখে নিতে পারেন সকলেই! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল