শীতের মরশুম মানেই পিকনিক। শীতকালে পিকনিক যায় না এমন মানুষ দেখা মেলা ভার। সবাই শহরের দূরে যেতে পারে বা যেতে চায় এমনটা নয় কেউ কেউ চায় শহরের মধ্যে কিছুক্ষণের ব্যবধানে যাতে সেই জায়গাতে গিয়ে আনন্দ উপভোগ করতে পারেন। তাই পর্যটকদের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ওই এলাকাকে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বন দফতর।
advertisement
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই পিকনিক স্পটটি অবশেষে পর্যটকদের কথা মাথায় রেখে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত নিয়েছে বনদফতর সেই মতো কাজও ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে যত দ্রুত সম্ভব পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পটটি। তবে যারা যে এই সংশ্লিষ্ট এলাকায় পিকনিক করতে যাবেন তাদের জন্য কিছু বিধি-নিষেধ বেধে দেওয়া হয়েছে বন দফতরের তরফে সে সব বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।
আরও পড়ুনঃ হোমস্টে ঘিরে কাঞ্চনজঙ্ঘা! সারাদিনের সঙ্গী নির্জনতা, প্রেম! হতেই পারে আপনার হানিমুন ডেস্টিনেশন
এই পিকনিক স্পটে পিকনিক করতে গেলে সাউন্ড বক্স ব্যাবহার করা যাবে না। কোনও প্রকার প্লাস্টিক বা জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। রেঞ্জার শুভ্র শঙ্কর দত্ত জানান, এই ইকো ফ্রেন্ডলি পার্কটি মূলত পর্যটকদের জন্য পিকনিক স্পট হিসেবেই করা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে যত দ্রুত সম্ভব পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে পিকনিক স্পট। তবে যেহেতু ফরেস্ট এলাকা তাই সকাল আট’টা থেকে বিকেল পাঁচ’টা পর্যন্ত খোলা থাকবে পিকনিক স্পটটি।
অনির্বাণ রায়





