চৈতন্য কথার অর্থ ‘চেতনা’। যাঁর মধ্যে প্রকৃত চেতনার বিকাশ ঘটেছে, তাঁকে ‘মহাপ্রভু’ অর্থাত্ মহান গুরু বা ঈশ্বরের আখ্যা দিয়েছেন তাঁর অনুগামীরা। ১০০ দেশের পাঁচ হাজার ভক্ত নিয়ে মহাপ্রভুর ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষে শুরু হল নবদ্বীপ ইসকনের মণ্ডল পরিক্রমা ৷
আরও পড়ুন : কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্যের যম পটল ব্লাড সুগারে খাওয়া যায়? পটল খেলে কতটা বাড়ে ডায়াবেটিস? জানুন
advertisement
এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, “প্রতি বছরই মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে প্রায় এক মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। ৫৩৮ তম আবির্ভাব দিবস উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়েছে।” আপাতত গৌড় পূর্ণিমা উৎসব উপলক্ষে দেশি ও বিদেশি ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে, মন্দিরনগরী নবদ্বীপ ধাম ও মায়াপুর ইসকনে।