Pointed Gourd in Blood Sugar: কোলেস্টেরল, কোষ্ঠকাঠিন্যের যম পটল ব্লাড সুগারে খাওয়া যায়? পটল খেলে কতটা বাড়ে ডায়াবেটিস? জানুন

Last Updated:
Pointed Gourd in Blood Sugar: ফাল্গুনেই বাজারে হাজির পটল। এ সময় কচি পটল খেতেও দারুণ লাগে। ভাজা থেকে তরকারি-নানা স্বাদে রসনাতৃপ্তি করে পটল। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর এই সবজি।
1/8
ফাল্গুনেই বাজারে হাজির পটল। এ সময় কচি পটল খেতেও দারুণ লাগে। ভাজা থেকে তরকারি-নানা স্বাদে রসনাতৃপ্তি করে পটল। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর এই সবজি।
ফাল্গুনেই বাজারে হাজির পটল। এ সময় কচি পটল খেতেও দারুণ লাগে। ভাজা থেকে তরকারি-নানা স্বাদে রসনাতৃপ্তি করে পটল। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও ভরপুর এই সবজি।
advertisement
2/8
পটল সার্বিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। কোলেস্টেরল মাত্রা কম করে। ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগ নিয়ন্ত্রণ করে পটল।
পটল সার্বিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। কোলেস্টেরল মাত্রা কম করে। ডায়াবেটিসের পাশাপাশি হৃদরোগ নিয়ন্ত্রণ করে পটল।
advertisement
3/8
ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ক্যালসিয়ামে ভরা পটল প্রাচীন কাল থেকেই খাওয়া হয়ে আসছে। ডায়েটে পটল থাকলে হাতের মুঠোয় হাজির একাধিক স্বাস্থ্যগুণ। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
ভিটামিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ক্যালসিয়ামে ভরা পটল প্রাচীন কাল থেকেই খাওয়া হয়ে আসছে। ডায়েটে পটল থাকলে হাতের মুঠোয় হাজির একাধিক স্বাস্থ্যগুণ। বলছেন পুষ্টিবিদ লভনীত বাত্রা।
advertisement
4/8
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় পটল। নিয়মিত মলত্যাগের প্রক্রিয়া মসৃণ করে এই সবজি।
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় পটল। নিয়মিত মলত্যাগের প্রক্রিয়া মসৃণ করে এই সবজি।
advertisement
5/8
ভিটামিন, মিনারেল ও ফাইবারে ভরা পটল বদহজমের সমস্যা দূর করে পেটের স্বাস্থ্য বজায় রাখে।
ভিটামিন, মিনারেল ও ফাইবারে ভরা পটল বদহজমের সমস্যা দূর করে পেটের স্বাস্থ্য বজায় রাখে।
advertisement
6/8
যত্নের অভাবে ত্বকে বয়সের ছাপ ও সূক্ষ্ম দাগ, বলিরেখা তৈরি হয়। ফলে নির্ধারিত বয়সের তুলনায় অনেক বেশি বয়সি বলে মনে হয়। এই সমস্যা দূর করে পটল।
যত্নের অভাবে ত্বকে বয়সের ছাপ ও সূক্ষ্ম দাগ, বলিরেখা তৈরি হয়। ফলে নির্ধারিত বয়সের তুলনায় অনেক বেশি বয়সি বলে মনে হয়। এই সমস্যা দূর করে পটল।
advertisement
7/8
অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি অ্যান্টিএজিং উপাদান। তাই ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি অ্যান্টিএজিং উপাদান। তাই ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
advertisement
8/8
রক্ত শোধন করে পটলের ওষধি গুণ। দূর করে জটিল রোগের আশঙ্কা।
রক্ত শোধন করে পটলের ওষধি গুণ। দূর করে জটিল রোগের আশঙ্কা।
advertisement
advertisement
advertisement