TRENDING:

North 24 Parganas News: রঙ ও আবির থেকে নিজের ত্বককে কীভাবে সুরক্ষিত রাখবেন! শুনুন চিকিৎসকের পরামর্শ

Last Updated:

রঙ খেলুন সাবধানে। বিশেষভাবে চোখের যত্ন নেবেন। যথা সম্ভব চোখ এড়িয়ে রঙ খেলুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: রাত পোহালেই দোল। অনেক জায়গায় তো আবার অগ্রিম দোল উৎসব শুরু হয়েছে। রাত পোহালেই রঙিন উৎসব, রঙের উৎসব। গোটা দেশ মেতে উঠবে রঙের খেলায়। ইতিমধ্যেই নিশ্চয় আপনার রং, আবির সব কেনা হয়ে গিয়েছে? হয়ত বা ভেষজ অবির কিনেছেন! কিন্তু আদৌ নিরাপদ তো! কিন্তু সবকিছুর মধ্যে নিজের ত্বকের খেয়াল কি রাখছেন? এ বিষয়ে বিশেষ পরামর্শ দিলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার চিকিৎসক ফারুক হোসেন।
advertisement

রঙ কেনার আগে তার গুণগতমান দেখুন তা আদৌ আপনার জন্য নিরাপদ কিনা কতটা রাসায়নিক পদার্থ ব্যবহার হয়েছে। রঙ খেলুন সাবধানে। বিশেষভাবে চোখের যত্ন নেবেন। যথা সম্ভব চোখ এড়িয়ে রঙ খেলুন। শরীরের ত্বক ও চোখে যদি এলার্জি থাকে তবে রঙ খেলা থেকে বিরত থেকে ভেষজ আবির ব্যবহার করুন।

আরও পড়ুন: নববর্ষের তিন মাস পর আবার নতুন বছর! জেনে নিন কেন এই নিয়ম

advertisement

এছাড়া বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েও বানিয়ে নেওয়া যাবে চুল আর ত্বকের সুরক্ষাকবচ। অ্যালোভেরার পাতা কেটে ভিতরের জেলির মতো উপাদানটুকু বের করে নিতে হবে। তারপর তেলের মতো মেখে নিতে হবে সারা গায়ে। এটা করতে পারলে দোলের রঙ তোলার প্রায় ৯০ শতাংশ কাজ হয়ে যাবে। বাজারের রঙের রাসায়নিকের প্রভাব দূর হয়ে গিয়ে ত্বকও ভাল থাকবে৷

advertisement

আরও পড়ুন: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

অ্যালোভেরার আর্দ্রতায় ভরপুর প্রাকৃতিক উপাদান। চুলের স্বাস্থ্য আর জৌলুস বাড়াতে এর জুড়ি নেই। রঙের প্রভাবে চুল রুক্ষ হয়ে পড়লে সেই ক্ষতি দূর হবে ।

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North 24 Parganas News: রঙ ও আবির থেকে নিজের ত্বককে কীভাবে সুরক্ষিত রাখবেন! শুনুন চিকিৎসকের পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল