হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

Government Schemes: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

  • 16

    Government Schemes: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

    বেতনভোগীদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য স্মল সেভিংস স্কিমগুলি সত্যিই দারুন! এতে ট্যাক্স সেভিং-এর সুবিধা তো মেলেই, সেই সঙ্গে পাওয়া যায় দুর্দান্ত রিটার্নও। এমনকী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় এই স্কিমগুলি ভাল রিটার্ন প্রদান করে। ২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ডিপোজিট লিমিট দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামে একটি নতুন স্মল সেভিংস স্কিম চালু করার কাথও ঘোষণা করেছেন। আগামী ৩১ মার্চ যে ত্রৈমাসিক শেষ হচ্ছে, সেই অনুযায়ী এমন জনপ্রিয় কিছু স্মল সেভিংস স্কিমের বিষয়ে আলোচনা করা যাক, যেগুলি উচ্চ হারে সুদ প্রদান করে থাকে।

    MORE
    GALLERIES

  • 26

    Government Schemes: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

    সিনিয়র সিটিজেনস সেভিং স্কিম (এসসিএসএস):
    এটি সরকার দ্বারা সমর্থিত সেভিংস স্কিম। সাধারণত ষাটোর্ধ্ব নাগরিকেরা এই স্কিমের সুবিধা লাভ করতে পারেন। সুদের হার ৮%। এর মেয়াদ ৫ বছর। তবে মেয়াদপূর্তি হওয়ার পরেও এর মেয়াদ আরও ৩ বছর বাড়ানো যাবে।

    MORE
    GALLERIES

  • 36

    Government Schemes: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

    সুকন্যা সমৃদ্ধি যোজনা:
    এটাও সরকার-সমর্থিত একটি স্মল সেভিংস স্কিম। মূলত কন্যা সন্তানদের ভবিষ্যতের জন্য সঞ্চয়ের উদ্দেশ্যেই এই স্কিম চালু করা হয়েছে। এর সুুদের হার ৭.৬%।

    MORE
    GALLERIES

  • 46

    Government Schemes: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

    কিষাণ বিকাশ পত্র (কেভিপি):
    ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিসই মূলত এই স্কিমের সুবিধা প্রদান করে থাকে। একেবারে ঝুঁকিবিহীন নিরাপদের মাধ্যম এটি। ফলে দেশের অধিকাংশ মানুষই এটা বেছে নিতে পারেন। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কিকল্প খুঁজছেন, তাঁদের জন্য এই স্কিম একেবারে আদর্শ। এর সুদের হার ৭.২%।

    MORE
    GALLERIES

  • 56

    Government Schemes: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

    পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ):
    এটিও একটি জনপ্রিয় বিনিয়োগের স্কিম। এর সুদের হার ৭.১%। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের দুর্দান্ত আকর্ষণীয় ফিচার এবং সুবিধা রয়েছে। ফলে অধিকাংশ মানুষই এটাকে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নেন।

    MORE
    GALLERIES

  • 66

    Government Schemes: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

    ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি):
    এনএসসি হল ফিক্সড ইনকাম স্কিম। পোস্ট অফিসই মূলত এই স্কিমটি প্রদান করে থাকে। এর সুদের হার ৭%। আর সব থেকে বড় কথা হল, এই স্কিমে তেমন ঝুঁকি নেই। ফলে তা ভীষণই নিরাপদ। তাই বহু মানুষের ভরসাযোগ্য বিনিয়োগের মাধ্যম এনএসসি।

    MORE
    GALLERIES