বেতনভোগীদের ক্ষেত্রে বিনিয়োগের জন্য স্মল সেভিংস স্কিমগুলি সত্যিই দারুন! এতে ট্যাক্স সেভিং-এর সুবিধা তো মেলেই, সেই সঙ্গে পাওয়া যায় দুর্দান্ত রিটার্নও। এমনকী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় এই স্কিমগুলি ভাল রিটার্ন প্রদান করে। ২০২৩ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ডিপোজিট লিমিট দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামে একটি নতুন স্মল সেভিংস স্কিম চালু করার কাথও ঘোষণা করেছেন। আগামী ৩১ মার্চ যে ত্রৈমাসিক শেষ হচ্ছে, সেই অনুযায়ী এমন জনপ্রিয় কিছু স্মল সেভিংস স্কিমের বিষয়ে আলোচনা করা যাক, যেগুলি উচ্চ হারে সুদ প্রদান করে থাকে।
কিষাণ বিকাশ পত্র (কেভিপি):
ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিসই মূলত এই স্কিমের সুবিধা প্রদান করে থাকে। একেবারে ঝুঁকিবিহীন নিরাপদের মাধ্যম এটি। ফলে দেশের অধিকাংশ মানুষই এটা বেছে নিতে পারেন। বিশেষ করে যাঁরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কিকল্প খুঁজছেন, তাঁদের জন্য এই স্কিম একেবারে আদর্শ। এর সুদের হার ৭.২%।