রাজবাড়ি, মন্দির থেকে প্রাচীন প্রত্নক্ষেত্র যার ইতিহাস এবং নিপুণতা আপনাকে অবাক করে তুলবে। আপনি কী পরিবার কিংবা সোলো ট্রিপে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করছেন? কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না? ট্রেনের টিকিটও পাননি? তবে চিন্তা নেই, আপনার জন্য জেলার এই কয়েকটি জায়গায় একদম পারফেক্ট। একদিনের ছোট্ট ছুটিতে ঘুরে ফিরতে পারবেন নিজের গন্তব্যেও। আর চাইলে, থাকতেও পারবেন।
advertisement
পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানার একাধিক রাজপ্রাসাদ, প্রাচীন মন্দির এবং ইতিহাসক্ষেত্র আপনাকে অবাক করবে। শিল্পশৈলী এবং ইতিহাস কাহিনী অবাক করবে আপনাকে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে সামান্য কিছুটা দূরেই বাংলা ওড়িশা সীমানা। সীমান্তবর্তী এলাকা দাঁতনে রয়েছে রাজবাড়ি, রয়েছে প্রাচীন মন্দির ও ইতিহাস ক্ষেত্র মোগলমারী। দাঁতনের মনোহরপুর এলাকায় রয়েছে ঐতিহাসিক রাজবাড়ি। রাজবাড়ির এখনও বেশ কিছু অংশ অক্ষত। এই রাজবাড়ির সঙ্গে জুড়ে রয়েছে নানা ইতিহাস, কয়েকশো বছরের প্রাচীন কাহিনী।
শুধু তাই নয়, এই রাজ বাড়ি থেকে অনতি দূরে রয়েছে ঐতিহাসিক শ্রীচৈতন্যের স্মৃতিধন্য কাকরাজিৎ মন্দির। এছাড়াও পাশে রয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বৌদ্ধক্ষেত্র মোগলমারি। মাটির নীচে চাপা পড়ে যাওয়া ইতিহাস খনন করা হয়েছে এখানে। স্বাভাবিকভাবে যারা সপ্তাহান্তে ঘুরে আসার প্ল্যান করছে তারা অবশ্যই ঘুরে দেখতে পারেন এই কয়েকটি জায়গা। কলকাতার খুব কাছেই ১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই এই কয়েকটি জায়গা। একদিনে ঘুরে দেখতে পারবেন, চাইলে এলাকার কয়েকটি বেসরকারি লজে রাত্রিযাপনও করতে পারবেন।