Tapeworms Danger: স্বাদের মহারাজ '৫' সবজি ফিতাকৃমির আঁতুরঘর! পাকস্থলীতে বাসা বাঁধে, খাদ্যনালী বেয়ে পৌঁছে কুরে কুরে খায় ব্রেন! বর্ষায় খাওয়ার আগে ভাবুন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tapeworms Danger: সবুজ শাকসবজিতে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তবে সমস্যা হল বেশিরভাগ সবজিতেই অদৃশ্য পোকামাকড় থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা বর্ষাকালে বেড়ে যায় অনেক বেশি।
*শরীর সুস্থ রাখতে রোজের পারে নানা ধরনের ফল ফল ও সবজি খাওয়া খুবই জরুরি। বিশেষ করে সবুজ শাকসবজিতে রয়েছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। তবে সমস্যা হল বেশিরভাগ সবজিতেই অদৃশ্য পোকামাকড় থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা বর্ষাকালে বেড়ে যায় অনেক বেশি। বাঁধাকপি, ফুলকপিতে ছোট ছোট পোকামাকড় থাকে।
advertisement
*ফুলকপি: ফুলকপিতে উপস্থিত পোকামাকড় চোখে দেখা যায় না। ভুল করে খাওয়া হলে এগুলো মস্তিষ্কে পৌঁছে মাংসপেশি, লিভার ও মস্তিষ্কের ক্ষতি করতে পারে। রান্নার আগে ফুলকপি গরম জলে ভাপিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে ফিতাকৃমির বংশ ধ্বংস হয়ে যায় সাধারণত। ফিতাকৃমি শরীরে প্রবেশ করলে পেট ব্যথা ও ইনফেকশনের কারণ হতে পারে, এমনকি মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলতে পারে। কিছু ক্ষেত্রে এগুলি প্রাণঘাতী হতে পারে। নয়ডা মেট্রো হাসপাতালের সিনিয়র নিউরোলজিস্ট ডাঃ নীরজ কুমারের মতে, ফিতাকৃমি ৭ সবজিতে বিশেষ প্রভাব ।বিস্তার করে,তাই সেগুলি খাওয়ার আগে সাবধান হন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement