হাতি, গন্ডার, বাইসন-সহ একাধিক বন্যজন্তুকে একসঙ্গে দেখেতে পাওয়া, নতুন বছরের শুরুতে কোনও উপহারের চেয়ে কম মনে করছেন না পর্যটকেরা। বছরের শুরুতে পর্যটকদের এমন ঢল নামায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। জলদাপাড়া জঙ্গলে ঘেরা ছোট গ্রাম এই কোদালবস্তি। বর্তমানে দিনে চার ধাপে গাড়িতে সাফারি এবং হাতি সাফারিও হচ্ছে এখানে।
advertisement
শুধু জঙ্গলে গেলেই যে বন্যজন্তুর দেখা মেলে এমনটাও নয়, পুরো গ্রাম জঙ্গলে ঘেরা হওয়ায় প্রায় দিনই লোকালয়ে দেখা মেলে হাতি-সহ অন্যান্য বন্য প্রাণীর, যা বাড়তি পাওনা পর্যটকদের কাছে কলকাতার পর্যটকরা এখানে বেশি ভিড় জমাচ্ছে। নীতা বিশ্বাস নামে এক পর্যটক জানান, “হাতি সাফারি এই এলাকায় এসে করতেই হবে।দারুণ লাগবে পর্যটকদের।”
আরও পড়ুনঃ ৫০ টাকারও কম দামে ক্যালসিয়ামে ঠাসা এই ১০ খাবার! ৪০ পেরলেও ওষুধ লাগবে না, পাতে অন্তত একটা রাখুন
পর্যটন ব্যবসায়ীদের কথায়, পর্যটকদের আনাগোনা বাড়ায় স্বাভাবিক ভাবেই খুশি সকলে। পূর্বে এই গ্রামে কৃষিকাজ হলেও, হাতির তান্ডবে এখন প্রায় তা বন্ধ। ফলে এই পর্যটনের ওপরই নির্ভরশীল অধিকাংশ বাসিন্দারা। বর্তমানে এই গ্রাম আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। এলাকায় আরও সাফারি গাড়ির বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বন দফতর।
Annanya Dey





