দিঘা সায়েন্স সেন্টারে নতুন ভাবে গড়ে উঠছে জুরাসিক পার্ক। দিঘা সায়েন্স সেন্টারে প্রধান আকর্ষণ একসময় ছিল এই জুরাসিক পার্ক। এই জুরাসিক পার্ক আরও নব রূপে সেজে উঠছে নতুন বছরে। একদিকে যেমন বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডাইনোসর মডেল ওয়াক মুভমেন্ট করবে ও অন্যদিকে বিশেষ সাউন্ড সিস্টেমের মাধ্যমে ডাইনোসরের মুখ দিয়ে আওয়াজও প্রকাশ করা হবে। ডাইনোসর পার্ক নতুন ভাবে সেজে উঠছে।২০১০ সালে বিজ্ঞান কেন্দ্রের পিছনের অংশে একটি বড় জায়গা নিয়ে এই বিনোদন পার্ক চালু হয়। কিন্তু এই বিনোদন পার্ক পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। এবার দিঘা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে সেই পার্ক নতুনভাবে সংস্কার করা হচ্ছে পর্যটকদের জন্য।
advertisement
আরও পড়ুন: আপনার নামের প্রথম অক্ষর P, R, S, M অথবা H? ২০২৪ কেমন কাটবে? কেমন মানুষ ‘এঁরা’? জানুন
ডাইনোসরের উৎপত্তি তার জীবন যাত্রা থেকে শুরু করে সবকিছুই লাইট অ্যান্ড সাউন্ড পদ্ধতি সাহায্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। পর্যটক এবং বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা দিঘা ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করার পাশাপাশি পার্কে এসে শিক্ষা গ্রহণ করতে পারবে।দিঘা সায়েন্স সেন্টার এর কিউরেটর নিরঞ্জন গুপ্তা বলেন, ‘জুরাসিক পার্কটি আমরা আবার নতুন করে সাজিয়ে তুলছি। পর্যটক ও ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নতুনভাবে নতুন রূপে সেজে উঠছে এই পার্ক।’
আরও পড়ুন: শরীরে যৌবনের উত্তেজনা থাকবে ভরপুর! থেমে যাবে বয়স! খেতে হবে এই জংলা পাতা বাটা!
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন রাষ্ট্রীয় সংগ্রহালয় পরিষদের পরিচালনায় সায়েন্স সেন্টারটি চলে। পর্যটকরা এখানে এলে বিজ্ঞানের বিভিন্ন দিক যেমন অবলোকন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে থ্রি ডি শো, সায়েন্স এর বিভিন্ন খেলা তারা দেখতে পাবেন। নিউ দিঘায়এই সায়েন্স সেন্টার অবস্থিত। বিশেষ এই জুরাসিক পার্ক গড়ে ওঠার খবরে খুশি পর্যটকেরাও।
সৈকত শী