Know Your Luck In 2024: আপনার নামের প্রথম অক্ষর P, R, S, M অথবা H? ২০২৪ কেমন কাটবে? কেমন মানুষ 'এঁরা'? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Know Your Luck In 2024: আপনার নামের প্রথম অক্ষরই বলে দেবে কেমন কাটতে চলেছে ২০২৪? বলে দেবে আপনি আসলে কেমন মানুষ! জানুন
advertisement
আপনার নামের প্রথম অক্ষর যদি P দিয়ে হয় তবে নতুন বছরটা আপনার জন্য খুব শুভ! বড় কিছু পেতে পারেন এই বছর! সংসার ও কর্মক্ষেত্রে বড় প্রাপ্তি যোগ আছে! নতুন প্রেম আসতে পারে জীবনে! এই অক্ষর দিয়ে শুরু হয় যাদের নাম তারা খুব আধ্যাত্মিক হন! নীতি মেনে চলেন। ভাল কথা বলতে পারে! এবং মজার কথা বলে সকলকে খুশিও করতে পারেন! নতুন বছর প্রচুর অর্থ যোগ রয়েছে! photo source collected
advertisement
advertisement
আপনার নামের প্রথম অক্ষর যদি S হয়, তবে নতুন বছর খুব ভাল কাটবে! জীবনে নতুন সুযোগ আসবে! বিশেষ কিছুতে সবার সেরা হওয়ার যোগ আছে! প্রেম আসবে না! তবে আর্থিক উন্নতি অনেক হবে! এই অক্ষরের মানুষরা সব সময় কাজ করতে উদ্যোগী থাকেন। সব সময় নতুন কিছু করতে চায়! সবেতেই এক নম্বর হতে যচায়! খুব আত্মনির্ভর হয়! অপরের কথা শুনলেও নিজের মতকেই প্রাধান্য দেন! photo source collected
advertisement
যাদের নামের প্রথম অক্ষর M দিয়ে শুরু হয় তাদের জন্য এই বছরটা ভাল খারাপ মিশিয়ে চলবে! বাড়ির অশান্তি বাড়বে। বাইরের কাজের জগতে প্রভাব পড়বে! টাকা পয়সা বুঝে খরচ করুন সমস্যা হতে পারে! এই অক্ষরের মানুষরা কোনও দায়িত্ব নিলে তা করেবেনই। এঁরা ভীষণ দৃঢ়চেতা। এঁরা মূলত কাজ নিয়ে থাকতে ভালবাসেন। বাঁধাধরা জীবন এঁরা একেবারেই পছন্দ করেন না। তবে খুব সৎ হন! photo source collected
advertisement


