দার্জিলিং তো অনেকবার গিয়েছেন এবার দার্জিলিং শহরের ভিড় ছেড়ে শহর থেকে একদম কাছে দার্জিলিং যাওয়ার রাস্তায় শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। দূর-দূরান্ত থেকে ছুটির দিন হোক বা উইকেন্ডে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি এই গ্রামে। চারিদিকে পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে এই গ্রাম।
আরও পড়ুনঃ হলুদ দাঁত হবে নিমেষে সাদা! বিনামূল্যের ২-৩ পাতাই করবে কামাল! শুধু জানুন কখন, কীভাবে ব্যবহার করবেন
advertisement
স্বল্প জনবসতি দিয়ে গড়ে ওঠা এই গ্রামে বর্তমানে রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে বেশ কিছু হোমস্টে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়ি গ্রামের মাঝ দিয়ে নিজের গতিতে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণা। আপনি চাইলে এই ঝর্ণার জলে পা চুবিয়ে প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারেন। এই জায়গার প্রসঙ্গে গ্রামের এক স্থানীয় বাসিন্দা দেবযানী প্রধান বলেন, একটু শান্তির খোঁজে এই গ্রামে ছুটে আসে পর্যটকেরা।
চারিদিকে সবুজে ঘেরা ওই জায়গায় যেমন দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করা যায় তার পাশাপাশি চারিদিকে চা বাগানে ঘেরা পাহাড়ের মধ্যে লেকের মধ্যে বোটিং থেকে শুরু করে চলতি মাসেই এটিভি অ্যাডভেঞ্চার রাইড থেকে শুরু করে প্যারালাইডিং-সহ বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির মজা নিতে পারবে পর্যটকেরা সঙ্গে থাকবে লোকাল খাবার মজা।
পাহাড় মানে পর্যটকদের কাছে এক আবেগের জায়গা সেই অর্থে পাহাড়ের বুকে এমন অজানা জায়গার খোঁজ পেলে মন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এখানে এলেই মনের সঙ্গে প্রকৃতির যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে, যেখানে চারিদিকে প্রকৃতির সবুজ ছোঁয়ায় আপনার মন মুগ্ধ হয়ে উঠবে। শীতের ছুটিতে আপনিও যদি দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যান দার্জিলিংয়ের বুকে রোহিণীর আল টপ থেকে। চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামে আসলেই দু-চোখ ভরে প্রকৃতিকে উপভোগ করতে করতে তার মাঝেই হারিয়ে যাবেন আপনি।
সুজয় ঘোষ





