Tulsi: হলুদ দাঁত হবে নিমেষে সাদা! বিনামূল্যের ২-৩ পাতাই করবে কামাল! শুধু জানুন কখন, কীভাবে ব্যবহার করবেন
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tulsi: দাঁত হলুদ হয়ে যাওয়ায় মানুষের সুন্দর হাসি নষ্ট হয়ে যায়। অনেকেই এক্ষেত্রে হলুদ দাঁত নিয়ে অপ্রস্তুতে পড়েন এবং ফ্যাকাশে ভাব তাদের বিব্রত বোধ করে।
advertisement
*কিন্তু, হলুদ দাঁত পরিষ্কার করার কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে যে কেউ নিজেদের দাঁতকে আবার মুক্তোর মতো চকচকে করতে পারে। এর জন্য কাউকে কোনও ডাক্তারের কাছে বা কোনও ক্লিনিকে যেতে হবে না। এর জন্য কাউকে বিশেষ কোনও পরিশ্রমও করতে হবে না। শুধু একটি গাছের পাতাই এমন সকল সমস্যার সমাধান করতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*কেউ যদি খুব ঘন ঘন কফি বা সোডা পান করেন, তবে এটি বেশি পরিমাণে পান করা উচিত হবে না। এছাড়াও তামাক চিবানোর মতো খারাপ অভ্যাসকে বিদায় জানাতে হবে, সে যত কষ্টই হোক না কেন। কেউ যদি বেশি পরিমানে জাঙ্ক ফুড খান, তবে এটি থেকেও দূরে থাকা উচিত। এই সব বিষয় অবলম্বন করে নিজেদের দাঁতকে রক্ষা করা যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
*তুলসি পাতা দাঁত সাদা করতেও খুবই উপকারীঃ আয়ুষ চিকিৎসক ডা. রাসবিহারী তিওয়ারি ব্যাখ্যা করে বলেছেন যে, তুলসি পাতা দাঁত সাদা করার ক্ষেত্রে খুবই উপকারী। তিনি বলেন, তুলসিতে রয়েছে হাইড্রক্সি অ্যালিলবেনজিন, যা নানাভাবে উপকারী। এতে ৭১% ইউজেনল এবং ২০% মিথাইল ইউজেনল রয়েছে। এটি দাঁতের ব্যথা কমাতে পারে এবং তুলসি পাতা মুখের সংক্রমণের চিকিৎসায়ও খুব উপকারী। সংগৃহীত ছবি।
advertisement







