বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রামের বাসিন্দা ৭৭ বছরের সমরেন্দু মিশ্র। তাঁকে এলাকায় সামু দাদা নামেই চেনে সবাই। বয়সকে হার মানিয়ে নিজের কাজ করে চলেছেন। ভোর চারটে থেকে বসে পড়েন কাজে, তাঁর সঙ্গী চায়ের ফ্লাক্স। মাঝেমধ্যে শরীরকে রেস্ট দেওয়ার জন্য বাড়ির চত্বরে ফুল গাছের রক্ষণাবেক্ষণ করেন।
সমরেন্দু মিশ্র স্কুল জীবন থেকেই বিভিন্ন রকমের শৈল্পিক কাজ করে চলেছেন। হঠাৎ করে তাঁর মনে হয়, খড় দিয়ে কিছু বানাবেন। প্রথমে ছোট ছবি, তারপর ছোট ছোট পুতুল বা স্ট্যাচু বানালেন। এখন তিনি খড় দিয়ে বিভিন্ন রকমের ছবি ও মূর্তি বানাচ্ছেন। বিশেষ করে নজর কাড়ছে টেরাকোটার আদলের ঘোড়া। এছাড়াও তিনি স্লেট খোদাই করে বিভিন্ন রকমের মূর্তি বানাচ্ছেন।
advertisement
পাথরের প্লেট খোদাই করে দুই ইঞ্চির দুর্গা প্রতিমা বানিয়ে ফেলেছেন ৭৭ বছরের সমরেন্দু মিশ্র। তিনি বিনামূল্যে বহু আগ্রহীদের প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর বাড়িতে বহু ছেলেমেয়ে আসেন আর্টের কাজ শিখতে।
অনিকেত বাউরি