TRENDING:

Recruitment Scam: পুরসভার 'নিয়োগেও' অয়ন-যোগ? ডায়মন্ডহারবারে চাকরি 'দুর্নীতি'তে নাম সল্টলেকের প্রোমোটারের!  

Last Updated:

Recruitment Scam: এবার নিয়োগ দুর্নীতি কালো ছায়া পড়ল ডায়মন্ডহারবার পুরসভায়। নিয়োগ দুর্নীতির যে তথ্য ইডির হাতে উঠে এসেছে, সেখানে জানা গিয়েছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত অয়ন শীলের সংস্থা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার: এবার নিয়োগ দুর্নীতির কালো ছায়া পড়ল ডায়মন্ডহারবার পুরসভায়। নিয়োগ দুর্নীতির যে তথ্য ইডির হাতে উঠে এসেছে, সেখানে জানা গিয়েছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত অয়ন শীলের সংস্থা। এবার সেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো ডায়মন্ড হারবার পুরসভার।
পুরসভার 'নিয়োগেও' অয়ন-যোগ?
পুরসভার 'নিয়োগেও' অয়ন-যোগ?
advertisement

পুরসভা সূত্রের খবর, ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ১৬ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য প্রশ্নপত্রের বরাত দেওয়া হয়েছিল অয়ন শীলের সংস্থাকে। তৎকালীন চেয়ারম্যান ছিলেন বর্তমানে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীরা হালদার।

আরও পড়ুন: 'বাইসেপ-ট্রাইসেপ এমনিতেই হয়ে যাবে...' নিয়োগ দুর্নীতি মামলার নথি নিয়ে তীব্র কটাক্ষ বিচারপতির!

advertisement

তবে তিনি অয়ন শীলকে চিনতেন না বলে দাবি পুরসভার তৎকালীন চেয়ারম্যানের। পুরসভার ব্যবস্থাপনায় ওই বছরই পরীক্ষা নেওয়া হয়। সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে এই সংস্থাকে নির্বাচন করেছিল পুরসভা। ২০১৭ সালে ১৬ জনকে নিয়োগ দেয় পুরসভা। এর মধ্যে আবার ৩ জন ডায়মন্ডহারবারের বাইরের বাসিন্দা।

আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা মামলায় আদালতে তুমুল তরজায় কেন্দ্র-রাজ্য আইনজীবীরা

advertisement

তৎকালীন চেয়ারম্যান ছিলেন বর্তমানে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীরা হালদার। তিনি বলেন, এই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে করা হয়েছিল৷ আমি অয়ন শীলের নাম কখনও শুনিনি। রাজ্যের বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে আমরা নির্বাচন করেছিলাম। কোনও রাজনৈতিক যোগ বা চাপ ছিল না। নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন বলে জানিয়েছেন মীরা হালদার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/কলকাতা/
Recruitment Scam: পুরসভার 'নিয়োগেও' অয়ন-যোগ? ডায়মন্ডহারবারে চাকরি 'দুর্নীতি'তে নাম সল্টলেকের প্রোমোটারের!  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল