পুরসভা সূত্রের খবর, ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে ১৬ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের জন্য প্রশ্নপত্রের বরাত দেওয়া হয়েছিল অয়ন শীলের সংস্থাকে। তৎকালীন চেয়ারম্যান ছিলেন বর্তমানে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীরা হালদার।
advertisement
তবে তিনি অয়ন শীলকে চিনতেন না বলে দাবি পুরসভার তৎকালীন চেয়ারম্যানের। পুরসভার ব্যবস্থাপনায় ওই বছরই পরীক্ষা নেওয়া হয়। সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে এই সংস্থাকে নির্বাচন করেছিল পুরসভা। ২০১৭ সালে ১৬ জনকে নিয়োগ দেয় পুরসভা। এর মধ্যে আবার ৩ জন ডায়মন্ডহারবারের বাইরের বাসিন্দা।
আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা মামলায় আদালতে তুমুল তরজায় কেন্দ্র-রাজ্য আইনজীবীরা
তৎকালীন চেয়ারম্যান ছিলেন বর্তমানে ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মীরা হালদার। তিনি বলেন, এই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে করা হয়েছিল৷ আমি অয়ন শীলের নাম কখনও শুনিনি। রাজ্যের বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে আমরা নির্বাচন করেছিলাম। কোনও রাজনৈতিক যোগ বা চাপ ছিল না। নিয়োগ দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন বলে জানিয়েছেন মীরা হালদার।
নবাব মল্লিক